তামার বিষ বাগধারাটির অর্থ কি [MCQ]

[Question] তামার বিষ বাগধারাটির অর্থ কি?

(ক)অর্থের কুপ্রভাব
(খ)পুরানা ক্ষত
(গ)গভীর আঘাত
(ঘ)ধাতব পদার্থের আঘাত

উত্তরঃ (ক) অর্থের কুপ্রভাব


Explanation: তামার বিষ বাগধারাটির অর্থ হলো—অর্থের কুপ্রভাব ৷ অকূল পাথার বাগধার অর্থ ভীষণ বিপদ ৷

Also Read: নয় ছয় বাগধারাটির অর্থ কি?

আরও পড়ুনঃ

  • তালকানা বাগধারাটির অর্থ — বেতাল হওয়া ৷
  • তাসের ঘর বাগধারাটির অর্থ — ক্ষণস্থায়ী ৷
  • তামার বিষ বাগধারাটির অর্থ — অর্থের কু প্রভাব ৷
  • তালপাতার সেপাই বাগধারাটির অর্থ — ক্ষীণজীবী ৷
  • তিলকে তাল করা বাগধারাটির অর্থ — বাড়িয়ে বলা ৷
  • তুলসী বনের বাঘ বাগধারাটির অর্থ — ভণ্ড ৷
  • তুলা ধুনা করা বাগধারাটির অর্থ — দুর্দশাগ্রস্ত করা ৷
  • তুষের আগুন বাগধারাটির অর্থ — দীর্ঘস্থায়ী ও দুঃসহ যন্ত্রণা ৷
  • তীর্থের কাক বাগধারাটির অর্থ — প্রতীক্ষারত ৷
5/5(3 votes)
Scroll to Top