[Question] গোল্লায় যাওয়া বাগধারাটির অর্থ কি?
(ক) | নষ্ট হওয়া |
(খ) | ভার হওয়া |
(গ) | গোলাকার হওয়া |
(ঘ) | লাভে অনধিকারী |
Explanation: গোল্লায় যাওয়া বাগধারাটির অর্থ হলো—নষ্ট হওয়া ৷
Also Read: উড়নচণ্ডী বাগধারাটির অর্থ কি?
আরও পড়ুনঃ
- গোবর গণেশ বাগধারাটির অর্থ — মূর্খ ৷
- গোলক ধাঁধা বাগধারাটির অর্থ — দিশেহারা ৷
- গোঁফ খেজুরে বাগধারাটির অর্থ — নিতান্ত অলস ৷
- গোড়ায় গলদ বাগধারাটির অর্থ — শুরুতে ভুল ৷
- গৌরচন্দ্রিকা বাগধারাটির অর্থ — ভূমিকা ৷
- গৌরীসেনের টাকা বাগধারাটির অর্থ — বেহিসাবী অর্থ ৷
- গুড়ে বালি বাগধারাটির অর্থ — আশায় নৈরাশ্য ৷