বর্ণচোরা বাগধারাটির অর্থ কি [MCQ]

[Question] বর্ণচোরা বাগধারাটির অর্থ কি?

(ক)পকটহীন ব্যক্তি
(খ)কপটচারী
(গ)পাকা আম
(ঘ)ভন্ডসাধু

উত্তরঃ (খ) কপটচারী


Explanation: বর্ণচোরা বাগধারাটির অর্থ হলো—কপটচারী

Also Read: গোল্লায় যাওয়া বাগধারাটির অর্থ কি?

আরও পড়ুনঃ

  • বক ধার্মিক বাগধারাটির অর্থ — ভণ্ড সাধু ৷
  • বইয়ের পোকা বাগধারাটির অর্থ — খুব পড়ুয়া ৷
  • বগল বাজানো বাগধারাটির অর্থ — আনন্দ প্রকাশ করা ৷
  • বজ্র আঁটুনি ফসকা গেরো বাগধারাটির অর্থ — সহজে খুলে যায় এমন ৷
  • বসন্তের কোকিল বাগধারাটির অর্থ — সুদিনের বন্ধু ৷
  • বিড়াল তপস্বী বাগধারাটির অর্থ — ভণ্ড সাধু ৷
  • বর্ণচোরা আম বাগধারাটির অর্থ — কপট ব্যক্তি ৷
5/5(3 votes)
Scroll to Top