[Question] কেতাদুরস্ত বাগধারাটির অর্থ কি?
(ক) | পরিশ্রমী |
(খ) | পরিপাটি |
(গ) | অলস |
(ঘ) | দীর্ঘজীবী |
Explanation: কেতাদুরস্ত বাগধারাটির অর্থ হলো—পরিপাটি ৷ ইতর এর বিপরীত শব্দ—ভদ্র।
Also Read: ইতর বিশেষ বাগধারাটির অর্থ কি?
আরও পড়ুনঃ
- কচুকাটা করা বাগধারাটির অর্থ —নির্মমভাবে ধ্বংস করা ৷
- কচু পোড়া বাগধারাটির অর্থ — অখাদ্য ৷
- কচ্ছপের কামড় বাগধারাটির অর্থ — যা সহজে ছাড়ে না ৷
- কলম পেষা বাগধারাটির অর্থ — কেরানিগিরি ৷
- কলুর বলদ বাগধারাটির অর্থ — এক টানা খাটুনি ৷
- কথার কথা বাগধারাটির অর্থ — গুরুত্বহীন কথা ৷
- কাঁঠালের আমসত্ত্ব বাগধারাটির অর্থ — অসম্ভব বস্তু ৷
- কপাল ফেরা বাগধারাটির অর্থ — সৌভাগ্য লাভ ৷