The Politics গ্রন্থের রচয়িতা কে? [MCQ]

[Question] The Politics গ্রন্থের রচয়িতা কে?

(ক)ম্যাকিয়াভেলী
(খ)অ্যারিস্টটল
(গ)রুশো
(ঘ)প্লেটো

উত্তরঃ (খ) অ্যারিস্টটল


সংক্ষেপে ব্যাখ্যাঃ

The Politics গ্রন্থের রচয়িতা হলেন অ্যারিস্টটল ৷ এর অন্যান্য গ্রন্থগুলো হলো Nicomachean Ethics, Metaphysics, Poetics, On the Soul, Rhetoric, Physics, Politics, Categories, Prior Analytics, Posterior Analytics ইত্যাদি ৷

খ্রিষ্টপূর্ব ৩৪৮ অব্দে প্রাচীন গ্রিসের চালসিডিক উপদ্বীপের অন্তর্গত ছোট শহর স্ট্যাগিরাতে (যার বর্তমান নাম স্টারভো) জন্মগ্রহণ করেন গ্রিক দর্শন তথা সমগ্র দর্শনের এক অনন্য নক্ষত্র এরিস্টটল। যুক্তিবিদ্যা, অধিবিদ্যা, পদার্থবিদ্যা, জীববিদ্যা, উদ্ভিদবিদ্যা, নীতিবিদ্যা, কৃষিবিদ্যা, চিকিৎসাবিদ্যা, নৃত্যকলা ও থিয়েটারে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তিনি ছিলেন দর্শনের অন্য এক উজ্জ্বল নক্ষত্র প্লেটোর শিষ্য ও ছাত্র, যদিও তিনি প্লেটোর তুলনায় অধিকতর প্রায়োগিক মনস্ক ছিলেন।

প্লেটোর ধারণা বা আকারতত্ত্ব বর্জনের জন্য তিনি সুপ্রসিদ্ধ ছিলেন। এরিস্টটল ছিলেন বহু বিষয়ে কৃতবিদ্য ব্যক্তি (polymath), এবং জ্ঞানের যে শাখায় তিনি হাত দিয়েছেন সেই শাখাকেই পরিপূর্ণভাবে রূপান্তরিত করেছেন। জীবদ্দশায় তিনি দু’শটির মতো গ্রন্থ রচনা করেছিলেন যার মধ্যে একত্রিশটি টিকে আছে। এ সমস্ত গ্রন্থ লেকচার নোট এবং খসড়া পান্ডুলিপি আকারের, যে কারণে সাধারণ পাঠকের কাছে তা অনেকটা দুর্বোধ্য। তিনি ছিলেন আকারগত যুক্তিবিদ্যার প্রতিষ্ঠাতা। এই যুক্তিবিদ্যাকে তিনি এমন একটি পরিপূর্ণ রূপ দিয়েছিলেন যা শতাব্দীব্যাপী সব জ্ঞানের সমষ্টি রূপে পরিগণিত হতে পেরেছে।

রিপোর্ট করুন

“আমরা(Priobd.com) সকল তথ্য সঠিক দেওয়ার জন্য সর্বদা চেষ্ঠা করেছি ৷ আপনার যদি মনে হয় এই আর্টিকেলে কোনো তথ্য ভুল হয়েছে, দয়া করে প্রশ্নসহ যে অংশটি ভুল হয়েছে তা উল্লেখ করে আমাদের জিমেল করুণ”
Gmail: [email protected]

5/5(3 votes)
Scroll to Top