অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা কে? [MCQ]

[Question] অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা কে?

(ক)কালিদাস
(খ)কলহন
(গ)কৌটিল্য
(ঘ)বানভট্ট

উত্তরঃ (গ) কৌটিল্য


সংক্ষেপে ব্যাখ্যাঃ

অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা হলেন কৌটিল্য ৷

অর্থশাস্ত্র গ্রন্থটি গতানুগতিক ধারার অর্থশাস্ত্রের গ্রন্থ নয় এটি মূলত রাষ্ট্র বিজ্ঞান-বিষয়ক গ্রন্থ। এর রচয়িতা কৌটিল্য তথা চাণক্য পণ্ডিত, তিনি খ্রিষ্টপূর্ব ৩৭০ সালে জন্ম গ্রহণ করেছিলেন এবং ৮৭ বছর বয়সে খ্রিষ্টপূর্ব ২৮৩ সালে মৌর্যদের রাজধানী ‘মগধ’-এ মৃত্যুবরণ করেন। সেই সময়েই গ্রন্থটি রচিত হয়েছে বলে ধারণা করা হয়ে থাকে, সেই হিসেবে গ্রন্থটির বয়স ২৩শো বছর।

দৃঢ়প্রতিজ্ঞ চিত্তের, প্রজ্ঞায় অসাধারণ, দুঃসাহসিক মানসিকতাসম্পন্ন এই চাণক্য, বিষ্ণুগুপ্ত বা কৌটিল্য পণ্ডিত স্বভাবগতভাবে ছিলেন একাধারে রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, স্থপতি, সমরবিদ, কূটনীতিক, জ্যোতির্বিদ, বৈদিকশাস্ত্রে সুপণ্ডিত, গণিতজ্ঞ, ধার্মিক, চিকিৎসক, সমাজবিজ্ঞানী, ঐন্দ্রজালিক এবং দক্ষ প্রশাসক। সে-নিরিখেই তিনি এই গ্রন্থ রচনা করেছেন। গ্রন্থটি হেতু বা যুক্তিবিদ্যা, ত্রয়ী বা ধর্মবিদ্যা, বার্তা বা কৃষি উৎপাদন, পশুপালন এবং বাণিজ্যবিষয়ক বিদ্যা এবং দণ্ডনীতি বা রাজ্য পরিচালনার অনুশাসনবিষয়ক বিদ্যার ভিত্তিতে প্রণীত।

এখানে যেমন যৌক্তিক শাসনব্যবস্থার উপর গুরুত্বের সাথে আলোকপাত করা হয়েছে, তেমনি দুষ্টের দমনের ক্ষেত্রে নির্দেশিত হয়েছে নির্মম পন্থার নানা দিক। জীবনের সকল পর্যায়ে নৈতিক মূল্যবোধের উপর গুরুত্বারোপ সত্ত্বেও শক্রনিধনের ক্ষেত্রে বিসর্জিত হয়েছে সমস্ত মূল্যবোধ, নৈতিকতা এবং ধর্মীয় বিধিনিষেধ। ন্যায়ধর্ম প্রতিষ্ঠার স্বার্থে উপেক্ষিত হয়েছে ন্যায্যতা। তদুপরি সংহত সমাজব্যবস্থার জন্য নির্দেশিত হয়েছে দণ্ডের নানমুখী দিক।

কৌটিল্যের মতে-যেখানে দণ্ড নেই সেখানে রাষ্ট্র নেই। আইন প্রয়োগের ক্ষেত্রে রাজপুত্র এবং সাধারণ প্রজার প্রতি সমদৃষ্টি প্রদানের আহ্বান সত্ত্বেও সমাজের সুবিধাভোগী শ্রেণি তথা ব্রাহ্মণদের জন্য দেওয়া হয়েছে বড় ধরনের ছাড়। রাজদ্রোহিতার মতো অপরাধের ক্ষেত্রেও তাদের জন্য মৃত্যুদণ্ডের শাস্তি রহিত করা হয়েছে। এ-ধরনের অনেক সাংঘর্ষিক অনুষঙ্গের পরও গ্রন্থটি স্বকীয় বৈশিষ্ট্যে সমুজ্জ্বল হিসেবে অনিসন্ধিৎসু মহলের কাছে আজও সমাদৃত হয়ে আসছে।

রিপোর্ট করুন

“আমরা(Priobd.com) সকল তথ্য সঠিক দেওয়ার জন্য সর্বদা চেষ্ঠা করেছি ৷ আপনার যদি মনে হয় এই আর্টিকেলে কোনো তথ্য ভুল হয়েছে, দয়া করে প্রশ্নসহ যে অংশটি ভুল হয়েছে তা উল্লেখ করে আমাদের জিমেল করুণ”
Gmail: [email protected]

5/5(3 votes)
Scroll to Top