[Question] The Republic গ্রন্থের রচয়িতা কে?
(ক) | সক্রেটিস |
(খ) | অ্যারিস্টটল |
(গ) | প্লেটো |
(ঘ) | ইমানুয়েল কান্ট |
সংক্ষেপে ব্যাখ্যাঃ
The Republic গ্রন্থের রচয়িতা হলেন প্লেটো ৷
গ্রিক দর্শনের কথা উঠলেই সক্রেটিস, প্লেটো ও অ্যারিস্টটল প্রসঙ্গে এসে পড়ে। এখন থেকে আড়াই হাজার বছর আগে গ্রিক দেশটি মানুষের সভ্যতাকে বিকশিত করার পথ দেখিয়েছিল। গ্রিক সমাজে একই সঙ্গে জ্ঞান-বিজ্ঞান, শিক্ষা-সংস্কৃতির এক আশ্চর্য বিস্ফোরণ ঘটেছিল। পৃথিবীর প্রাকৃতিক জগৎ ও মানুষের আচার-আচরণ সম্বন্ধে জানবার, বুঝবার ও উপভোগ করার কাজে অগ্রপথিকের ভূমিকা পালন করেছিলেন গ্রিক দার্শনিক সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল প্রমুখ মনীষী। সক্রেটিসের প্রিয় শিষ্য ছিলেন প্লেটো। শিক্ষকের নিবিড় সান্নিধ্যে অবস্থান করে শিষ্য প্লেটো মানব জীবন সম্পর্কিত বিস্তারিত জ্ঞান আহরণ করতে পেরেছিলেন।
প্লেটোর জন্ম খ্রিস্টপূর্ব ৪২৮ অব্দে গ্রিসের প্রধান নগর এথেন্সে। ঐ সময়ে এথেন্স নগরী ছিল গ্রিসের প্রধান অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র। গ্রিক সমাজে ভয়াবহভাবে প্রচলিত ছিল দাস প্রথা। আফ্রিকা ও এশিয়া মানইনর হতে দাস কিনে পাচার করা হতো এথেন্সে। এই দাস শ্রেণীকে দিয়ে রপ্তানি বাণিজ্যের জন্য জাহাজ নির্মাণ, সুরম্য মন্দির ও প্রাসাদ তৈরি ও পাথরের প্রাচীর তোলার মতো ভারী কাজগুলো করানো হয়। গ্রিসের মনীষী ও দার্শনিকগণ দাস প্রথাকে সমর্থন করেছেন।
সক্রেটিস কোনো গ্রন্থ রচনা করেননি। তাঁর দার্শনিক চিন্তাধারাকে আমাদের সামনে তুলে ধরেছেন তার প্রিয় শিষ্য প্লেটো। শিশু-কিশোরদের উপযোগী করে তৎকালীন গ্রীক সমাজ ও প্লেটোর চিন্তাধারাকে তুলে ধরা হয়েছে এই গ্রন্থে।
Also Read More:—