নিষিদ্ধ লোবান গ্রন্থের রচয়িতা কে? [MCQ]

5/5(3 votes)

[Question] নিষিদ্ধ লোবান গ্রন্থের রচয়িতা কে?

(ক)শামসুর রাহমান
(খ)সৈয়দ শামসুল হক
(গ)হুমায়ুন আজাদ
(ঘ)আলাউদ্দিন আল আজাদ

উত্তরঃ (খ) সৈয়দ শামসুল হক


সংক্ষেপে ব্যাখ্যাঃ

নিষিদ্ধ লোবান গ্রন্থের রচয়িতা হলেন সৈয়দ শামসুল হক

“নিষিদ্ধ লোবান ” বইটি সৈয়দ শামসুল হকের লেখা একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। উপন্যাসটির মূল চরিত্র বিলকিস এবং সিরাজ। বিলকিস ১৯৭১ সনে মুক্তিযুদ্ধের সময় ঢাকা থেকে তার গ্রামে তার বাবা মায়ের সাথে দেখা করতে চলে আসার সময় ট্রেন তাকে আগেই নামিয়ে দেয়।এই সময় সিরাজ নামে একজন তাকে গ্রামে পৌঁছাতে সাহায্য করে।সে গ্রামে এসে সিরাজের মাধ্যমে জানতে পারে তার ভাইসহ অসংখ্য মানুষকে মিলিটারিরা মেরে ফেলেছে।মিলিটারিরা বলে দিয়েছে কেউ সেই মানুষগুলোকে কবর দিতে পারবে না।

কিন্তু তারা দুজন এক রাতে কিছু মানুষকে কবর দেয়। কিন্তু দ্বিতীয় দিন তারা ধরা পড়ে। সিরাজ আসলে প্রদীপ। প্রদীপকে মিলিটারিরা মেরে ফেলে। অবশেষে প্রদীপকে চিতায় পোড়ানোর সময় বিলকিস মেজরকে চিতায় ফেলে দেয় এবং সে নিজেও চিতার আগুনে আত্মহুতি দেয়। অনেক ভালো একটা উপন্যাস।

সৈয়দ শামসুল হক এর অন্যান্য বইসমূহ

  • মার্জিনে মন্তব্য
  • পায়ের আওয়াজ পাওয়া যায়
  • নূরলদীনের সারাজীবন
  • পরানের গহীন ভিতর
  • তিন পয়সার জ্যোছনা
  • হডসনের বন্দুক
  • হে বৃদ্ধ সময়
  • হ্যামলেট

রিপোর্ট করুন

“আমরা(Priobd.com) সকল তথ্য সঠিক দেওয়ার জন্য সর্বদা চেষ্ঠা করেছি ৷ আপনার যদি মনে হয় এই আর্টিকেলে কোনো তথ্য ভুল হয়েছে, দয়া করে প্রশ্নসহ যে অংশটি ভুল হয়েছে তা উল্লেখ করে আমাদের জিমেল করুণ”
Gmail: [email protected]

Scroll to Top