The Art of War গ্রন্থের রচয়িতা কে? [MCQ]

[Question] The Art of War গ্রন্থের রচয়িতা কে?

(ক)আলফ্রেড মাহান
(খ)সুন জু
(গ)সেন্ট টমাস অ্যাকিনাম
(ঘ)সেইন্ট অগাস্টিন

উত্তরঃ (খ) সুন জু


সংক্ষেপে ব্যাখ্যাঃ

The Art of War গ্রন্থের রচয়িতা হলেন সুন জু ৷

অনেকে চ্যাং কিং নামে ডাকলেও সান’জুর আসল নাম সান অউ যিনি সামরিক কৌশল আর আন্তর্জাতিক বন্ধুত্বপুর্ন রাষ্ট্র গঠনের কৌশলের উপর রচিত বিখ্যাত গ্রন্থ দ্য আর্ট অব ওয়ার এর লেখক হিসেবে বর্তমান যুগে সমাধিক পরিচিত। সান’জুর সঠিক জন্মসাল জানতে না পারলেও ধারনা করা হয় তিনি খ্রিষ্টের জন্মের ৫৪৪ বছর আগে জন্মেছিলেন। তার সময়কার চেয়ে আলাদা ধরনের জীবন যাপন করা সান’জু প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করে যোগ দেন সামরিক বাহিনীতে।

কয়েক বছর দেশের হয়ে কাজ করার পর অউ রাজা হোলু তাকে সেনানায়ক হিসেবে মনোনিত করেন। আর তারই ফলশ্রুতিতে লিখে ফেলেন কালজয়ী বই দ্যা আর্ট অব ওয়ার। বহু রাজ্য আক্রমন-দখলের পর হঠাৎই যুদ্ধ-বিগ্রহ ছেড়ে একপশলা সুখের আসায় উধাও হন তিনি। ধারনা করা হয় অত্যন্ত সুদক্ষ ও কৌশলি যোদ্ধা, লেখক ও সমরনায়ক ৪৯৬ খ্রিষ্টপূর্বে পরলোক গমন করেন।

রিপোর্ট করুন

“আমরা(Priobd.com) সকল তথ্য সঠিক দেওয়ার জন্য সর্বদা চেষ্ঠা করেছি ৷ আপনার যদি মনে হয় এই আর্টিকেলে কোনো তথ্য ভুল হয়েছে, দয়া করে প্রশ্নসহ যে অংশটি ভুল হয়েছে তা উল্লেখ করে আমাদের জিমেল করুণ”
Gmail: [email protected]

5/5(3 votes)
Scroll to Top