Ancient Society গ্রন্থের রচয়িতা কে? [MCQ]

[Question] Ancient Society গ্রন্থের রচয়িতা কে?

(ক)ইবনে খালদুন
(খ)ইবনে বতুতা
(গ)এল. এইচ . মর্গান
(ঘ)গোবর্ধন

উত্তরঃ (গ) এল. এইচ . মর্গান


সংক্ষেপে ব্যাখ্যাঃ

Ancient Society গ্রন্থের রচয়িতা হলেন লুইস হেনরি মর্গান ৷

লুইস হেনরী মর্গ্যান

লুইস হেনরি মর্গ্যানের জন্ম ১৮১৮ সালে, আমেরিকায়। পেশায় ছিলেন আইনজীবি। বাস করতেন নিউইয়র্কে। পেশার পথে চলতে গিয়ে তিনি ঘটনাক্রমে প্রবেশ করেন নৃতত্ত্ব ও সমাজবিজ্ঞানের আঙিনায়। সেই সময় একটি ব্যবসা প্রতিষ্ঠান আমেরিকার আদিবাসী রেড ইণ্ডিয়ানদের অন্যতম গোষ্ঠী সেনেকাদের (ইরাকোয়া সঙ্ঘের মধ্যে ছিল এরা) জমি জায়গা অন্যায়ভাবে দখল করবার চেষ্টা করছিল। সেই অন্যায় জবর দখলের বিরুদ্ধে লড়াই-এ সাহায্য করতে এগিয়ে আসেন আইনবিশেষজ্ঞ মর্গ্যান।

ঐ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলায় সেনেকাদের পক্ষে দাঁড়ান তিনি। দীর্ঘ লড়াই-এর পর ঐ মামলায় জিতে রক্ষা করেন সেনেকাদের জমি-জায়গা। আর এই সময়ই আদিবাসী রেড ইণ্ডিয়ানদের সমন্ধে, তাদের সমাজব্যবস্থা সম্বন্ধে এক তীব্র কৌতূহল ও মমতা জেগে ওঠে তার মধ্যে। ইণ্ডিয়ানরাও মর্গ্যানকে গভীরভাবে ভালবেসে ফেলে এবং তাদের আপনজন হিসাবে গ্রহন করে। এমনকি তাঁকে সেনেকা গোষ্ঠীর একজন সদস্য হিসাবে গ্রহন করে তারা। আদিবাসীদের জীবনে এমন ঘটনা নিতান্তই বিরল।

এ থেকে বোঝা যায়, মর্গ্যানকে তারা কতটা গভীর ভাবে বিশ্বাস করেছিল ও ভালবেসে ছিল। তিনি তাঁর বাকী জীবন ওদের মধ্যেই কাটিয়েছিলেন, ওদের সমাজের একজন হয়ে গিয়েছিলেন। ইণ্ডিয়ান আদিবাসী সমাজের মধ্যে অন্তরঙ্গভাবে প্রবেশ করার ফলে তিনি ওদের রীতিনীতি, সামাজিক সংগঠন ও সমাজব্যবস্থা গভীরভাবে পর্যবেক্ষনের সুযোগ পান। সমাজবিজ্ঞানে অনুসন্ধিৎসু হয়ে ওঠেন তিনি। গভীর অধ্যায়ন ও পর্যবেক্ষন শুরু করেন। শুরু করেন মানব সমাজের ক্রমবিবর্ত্তন সম্পর্কে ব্যাপক গবেষণা।

আদিবাসী রেড ইণ্ডিয়ানদের সমাজব্যবস্থা সংক্রান্ত তাঁর প্রথম গুরুত্বপূর্ণ রচনা ‘লীগ অফ দ্য ইরোকোয়াজ’ প্রকাশিত হয় ১৮৫১ সালে। ১৮৭০ সালে প্রকাশিত হয় সিস্টেমস্ অব কনস্যাঙ্গুইনিটি অ্যান্ড অ্যাফিনিটি অব দি হিউম্যান ফ্যামিলি’। দীর্ঘকালব্যাপী একাগ্র অধ্যয়ন ও কঠোর গবেষণা চালাতে থাকেন মর্গ্যান। অবশেষে, ১৮৭৭ সালে প্রকাশিত হয় ‘এনসিয়েন্ট সোসাইটি’, দীর্ঘকালব্যাপী কঠোর শ্রমের গবেষণালব্ধ গ্রন্থ-মানবজ্ঞানের অন্যতম শ্রেষ্ঠ কীত্তি।

বইটির প্রথম প্রকাশের পরে শতাব্দীকালের বেশী সময় ধরে মানবসমাজের বাসস্থান এই পৃবিথী আবতিত হয়ে চলেছে। কিন্তু এই বই শতবর্ষের ধূলিমলিনতায় আচ্ছন্ন হয় নি। নিত্য নতুন তথ্য নৃতত্ব ও সমাজবিজ্ঞানকে সমৃদ্ধ করে চলেছে, কিন্তু মর্গ্যানের গবেষণালব্ধ এই মহাগ্রন্থ চিরকাল ঐ দুটি বিষয়ে জ্ঞানের চিরন্তন কোষগ্রন্থ রূপে বিরাজিত হবে।

রিপোর্ট করুন

“আমরা(Priobd.com) সকল তথ্য সঠিক দেওয়ার জন্য সর্বদা চেষ্ঠা করেছি ৷ আপনার যদি মনে হয় এই আর্টিকেলে কোনো তথ্য ভুল হয়েছে, দয়া করে প্রশ্নসহ যে অংশটি ভুল হয়েছে তা উল্লেখ করে আমাদের জিমেল করুণ”
Gmail: [email protected]

5/5(3 votes)
Scroll to Top