অবরোধবাসিনী গ্রন্থের রচয়িতা কে? [MCQ]

[Question] অবরোধবাসিনী গ্রন্থের রচয়িতা কে?

(ক)মোহাম্মদ নজিবুর রহমান
(খ)রোকেয়া সাখাওয়াত হোসেন
(গ)নবাব ফয়জুন্নেসা চৌধুরানী
(ঘ)ইসমাইল হোসেন সিরাজী

উত্তরঃ (খ) রোকেয়া সাখাওয়াত হোসেন


সংক্ষেপে ব্যাখ্যাঃ

অবরোধবাসিনী গ্রন্থের রচয়িতা হলেন রোকেয়া সাখাওয়াত হোসেন ৷

বাংলার মুসলিম নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেনের ‘অবরোধ-বাসিনী’ বাঙালি নারীর অবস্থার এক বৃত্তান্ত। পুরো ভারতবর্ষের অনেক স্থান ঘুরেছেন বেগম রোকেয়া। দেখেছেন কীভাবে নিপীড়ন করা হয় নারীদের। সেইসব কাহিনি এবং তা হতে উত্তরণের উপায় নিয়েই রচিত অবরোেধ-বাসিনী। ১৯২৮-৩০ সাল পর্যন্ত লেখাগুলো মোহাম্মদী পত্রিকায় বেরিয়েছিল। পরে তা বই আকারে প্রকাশিত হয় ১৯৩১ সালে

রিপোর্ট করুন

“আমরা(Priobd.com) সকল তথ্য সঠিক দেওয়ার জন্য সর্বদা চেষ্ঠা করেছি ৷ আপনার যদি মনে হয় এই আর্টিকেলে কোনো তথ্য ভুল হয়েছে, দয়া করে প্রশ্নসহ যে অংশটি ভুল হয়েছে তা উল্লেখ করে আমাদের জিমেল করুণ”
Gmail: [email protected]

5/5(3 votes)
Scroll to Top