[Question] হৃদয়ে বাংলাদেশ গ্রন্থের রচয়িতা কে?
(ক) | আলাউদ্দিন আল আজাদ |
(খ) | সেলিনা হোসেন |
(গ) | পান্না কায়সার |
(ঘ) | সালমা হোসেন |
সংক্ষেপে ব্যাখ্যাঃ
হৃদয়ে বাংলাদেশ গ্রন্থের রচয়িতা হলেন পান্না কায়সার ৷
মুক্তিযুদ্ধ: কিশোর উপন্যাসমালা নবীন প্রজন্মের হাতে তুলে দেওয়া হচ্ছে সেই অবিস্মরণীয় দিনগুলোর হৃৎস্পন্দন তাদের ভেতরে সঞ্চারের লক্ষ্যে। শহীদ বুদ্ধিজীবী পরিবারের অন্যতম ব্যক্তিত্ব অধ্যাপিকা পান্না কায়সার মুক্তিযুদ্ধ বিষয়ে নানা ধরনের লেখা উপহার দিয়েছেন আমাদের। যে কিশোর কাহিনী এখানে তিনি মেলে ধরেছেন সেখানে বাস্তব জীবন-অভিজ্ঞতারও যে ছায়াপাত নেই তা’ বলা যাবে না। এই কাহিনী তাই কেবল বালক-কিশোরের বীরত্ব ও বেদনার গল্প মাত্র নয়, মুক্তিযুদ্ধের জীবনসত্যেরই এ-এক প্রতিচ্ছবি। একাত্তরের এই কাহিনীর হাত ধরে কিশোর পাঠকেরা পৌঁছে যাবে মুক্তিযুদ্ধের ভেতরে, দূর অতীত আবার হয়ে উঠবে সজীব বাস্তব এবং শুধু তথ্য হিসেবে জানা নয়, হৃদয়-মন দিয়ে তারা বুঝতে পারবে একাত্তরের মুক্তিযুদ্ধের স্বরূপ।
Also Read More:—