[Question] বিশ্বনবী গ্রন্থের রচয়িতা কে?
(ক) | গোলাম মোস্তফা |
(খ) | মীর মশাররফ হোসেন |
(গ) | আকরাম খাঁ |
(ঘ) | ফররুখ আহমেদ |
সংক্ষেপে ব্যাখ্যাঃ
বিশ্বনবী গ্রন্থের রচয়িতা হলেন গোলাম মোস্তফা ৷
কবি গোলাম মোস্তফার “বিশ্বনবী” এক অসাধারণ সফল গ্রন্থ। এগ্রন্থে আবেগ,বিশ্বাস আর যুক্তি যেভাবে এক সূতায় গ্রথিত হয়েছে তার তুলনা আমাদের গদ্য সাহিত্যে বিরল। গ্রন্থের ভাষা চিত্তের আনন্দকে যেরূপ জাগ্রত করে তা বর্ণনাতীত। বাংলা সীরাত গ্রন্থগুলোর মধ্যে কবি গোলাম মোস্তফার “বিশ্বনবী” সর্বোচ্চ জনপ্রিয়তা অর্জন করেছে। এর ভাব যেমন উচ্চস্তরের; ভাষাও তেমনি গতিশীল ও প্রাঞ্জল। গোলাম মোস্তফা একাধারে কবি, বাকশিল্পী ও ভক্ত। তাঁর লেখায় ভক্তিপ্রবণ বাঙালি অন্তরের মর্মকথাই প্রতিধ্বনিত হয়েছে। নবীর প্রতি অগাধ শ্রদ্ধা ও ভালোবাসাই বইটিকে অসাধারণ জনপ্রিয় করে তুলেছে।
Also Read More:—