[Question] বেদের মেয়ে উপন্যাসের রচয়িতা কে?
(ক) | শরৎচন্দ্র চট্টোপাধ্যায় |
(খ) | রমেশচন্দ্র দত্ত |
(গ) | হরপ্রসাদ শাস্ত্রী |
(ঘ) | জসীমউদ্দিন |
সংক্ষেপে ব্যাখ্যাঃ
বেদের মেয়ে উপন্যাসের রচয়িতা হলেন জসীমউদ্দীন ৷
উপন্যাস | লেখক |
---|---|
বেদের মেয়ে | জসীম উদদীন |
বেণের মেয়ে | হরপ্রসাদ শাস্ত্রী |
কবি জসীম উদ্দীন ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। পার্শ্ববর্তী গোবিন্দপুর গ্রামের পৈতৃক বাড়িতে তাঁর শৈশব কাটে। জসীম উদদীন কবিতা, নাটক, উপন্যাস, কাব্যোপন্যাস, প্ৰবন্ধ, ত্য গবেষণাগ্রন্থ, গান, ভ্রমণকাহিনী এবং ও স্মৃতিকথাসহ অর্ধশতাধিক বইয়ের রচয়িতা।
পরিশেষে, বেদের মেয়ে উপন্যাসের রচয়িতা হলো জসীমউদ্দীন ৷
Also Read More:—