বরফ গলা নদী উপন্যাসের রচয়িতা কে? [MCQ]

[Question] বরফ গলা নদী উপন্যাসের রচয়িতা কে?

(ক)প্রমথ নাথ বিশী
(খ)হুমায়ুন আহমেদ
(গ)সৈয়দ এমদাদ আলী
(ঘ)জহির রায়হান

উত্তরঃ (ঘ) জহির রায়হান


সংক্ষেপে ব্যাখ্যাঃ

বরফ গলা নদী উপন্যাসের রচয়িতা হলেন জহির রায়হান ৷

জহির রায়হান ফেনী জেলার সোনাগাজি উপজেলার মজুপুর গ্রামে এই অসামান্য ব্যক্তি ১৯৩৫ সালের ১৯ আগস্ট জন্মগ্রহণ করেন। তাঁর পরিবার নিয়ে তিনি কলকাতায় বাস করলেও ১৯৪৭ সালে দেশভাগের পর তাঁরা তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশে চলে আসেন।

জহির রায়হান এর বই সমগ্র এর মধ্যে আরো রয়েছে ‘আরেক ফাল্গুন’, ‘শেষ বিকেলের মেয়ে’, ‘বরফ গলা নদী’ ইত্যাদি উপন্যাস এবং ‘সোনার হরিণ’, ‘মহামৃত্যু’, ‘জন্মান্তর’, ‘ম্যাসাকার’ ইত্যাদি গল্পগ্রন্থ।

“বরফ গলা নদী” মূলত একটি সামাজিক উপন্যাস। অর্থনৈতিক দোলাচলের মধ্যে চলতে থাকা এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের দিনাতিপাত এবং একটি দুঃঘটনার ফলস্বরূপ অভ্যস্ত জীবনস্রোতে আমুল পরিবর্তন গল্পটির মূলভিত্তি। বেকারত্বের জ্বালা এবং চাকুরেদের ক্ষেত্রে যোগ্য চাকরির অভাব ফুটিয়ে তোলা হয়েছে গল্পের মাহমুদ চরিত্রের মধ্য দিয়ে। পারিবারিক খুনসুটি, অপরিণত প্রেম, মনমালিন্য, ছোট ছোট চাহিদার সমাবেশ, ধনী বিদ্বেষ, সামাজিক মর্যাদাক্ষয়ের আশঙ্কা, আপনজন বিয়ােগের মতো ঘটনার বিন্যাস ঘটেছে উচ্চতর লেখনীশৈলীর মধ্য দিয়ে।

পরিশেষে, বরফ গলা নদী উপন্যাসের রচয়িতা হলো জহির রায়হান ৷

রিপোর্ট করুন

“আমরা(Priobd.com) সকল তথ্য সঠিক দেওয়ার জন্য সর্বদা চেষ্ঠা করেছি ৷ আপনার যদি মনে হয় এই আর্টিকেলে কোনো তথ্য ভুল হয়েছে, দয়া করে প্রশ্নসহ যে অংশটি ভুল হয়েছে তা উল্লেখ করে আমাদের জিমেল করুণ”
Gmail: [email protected]

5/5(3 votes)
Scroll to Top