[Question] কাশবনের কন্যা উপন্যাসের রচয়িতা কে?
(ক) | আবদুল গাফফার চৌধুরী |
(খ) | শামসুদ্দীন আবুল কালাম |
(গ) | আবু জাফর শামসুদ্দিন |
(ঘ) | আবুল কালাম শামসুদ্দিন |
সংক্ষেপে ব্যাখ্যাঃ
কাশবনের কন্যা উপন্যাসের রচয়িতা হলেন শামসুদ্দীন আবুল কালাম ৷
কাশবনের কন্যা শামসুদ্দীন আবুল কালামের সবচেয়ে বিখ্যাত ও মিথিক্যাল উপন্যাস। এটি প্রকাশিত হয় ১৯৫৪ সালে। পঞ্চাশের দশকে প্রকাশ পেলেও লিখিত হয়েছিল চল্লিশের দশকে। শামসুদ্দীনের মুখ্য পরিচয় একজন কথা শিল্পী হিসেবে। তবে তিনি অনেক গল্প, উপন্যাসও রচনা করেছেন। তার প্রকৃত নাম আবুল কালাম শামসুদ্দীন। ১৯৫৫ সাল থেকে তিনি বর্তমান নামে পরিচত।
পরিশেষে, কাশবনের কন্যা উপন্যাসের রচয়িতা হলো শামসুদ্দীন আবুল কালাম ৷
Also Read More:—