চৌচির উপন্যাসের রচয়িতা কে? [MCQ]

[Question] চৌচির উপন্যাসের রচয়িতা কে?

(ক)শামসুদ্দীন আবুল কালাম
(খ)আবুল ফজল
(গ)আবদুল কাদির
(ঘ)মানিক বন্দোপাধ্যায়

উত্তরঃ (খ) আবুল ফজল


সংক্ষেপে ব্যাখ্যাঃ

চৌচির উপন্যাসের রচয়িতা হলেন আবুল ফজল ৷

প্র: তাঁর প্রধান রচনাবলির নাম কী?

উ: উপন্যাস: চৌচির (১৯৩৪), প্রদীপ ও পতঙ্গ (১৩৪৭), রাঙ্গা প্রভাত (১৩৬৪); গল্পগ্রন্থ: মাটির পৃথিবী (১৩৪৭), মৃতের আত্মহত্যা (১৯৭৮);

নাটক: কায়েদে আজম(১৯৪৬), প্রগতি (১৯৪৮ ), স্বয়ম্বরা(১৯৬৬),

আত্মকাহিনী ও দিনলিপি: রেখাচিত্র (১৯৬৬);

প্রবন্ধ: বিচিত্র কথা(১৩৪৭), সাহিত্য ও সংস্কৃতি সাধনা (১৯৬১), সাহিত্য সংস্কৃতি জীবন (১৯৬৫), সমকালীন চিক (১৯৭০), মানবতন্ত্র ((১৩৭৯) শুভবুদ্ধি (১৯৭৪), শেখ মুজিব: তাঁকে যেমন দেখেছি (১৯৭৮), রবীন্দ্র প্রসঙ্গ(১৯৭৯)।

পরিশেষে, চৌচির উপন্যাসের রচয়িতা হলো আবুল ফজল ৷

রিপোর্ট করুন

“আমরা(Priobd.com) সকল তথ্য সঠিক দেওয়ার জন্য সর্বদা চেষ্ঠা করেছি ৷ আপনার যদি মনে হয় এই আর্টিকেলে কোনো তথ্য ভুল হয়েছে, দয়া করে প্রশ্নসহ যে অংশটি ভুল হয়েছে তা উল্লেখ করে আমাদের জিমেল করুণ”
Gmail: [email protected]

5/5(3 votes)
Scroll to Top