[Question] তালাশ উপন্যাসের রচয়িতা কে?
(ক) | আনোয়ার পাশা |
(খ) | রশীদ করিম |
(গ) | শাহীন আখতার |
(ঘ) | সেলিনা হোসেন |
সংক্ষেপে ব্যাখ্যাঃ
তালাশ উপন্যাসের রচয়িতা হলেন শাহীন আখতার ৷
শাহীন আখতার জন্ম কুমিল্লা জেলার চান্দিনায় পড়াশােনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, অর্থনীতিতে প্রায় দুই দশক ধরে গল্প-উপন্যাস লিখছেন। – দ্বিতীয় উপন্যাস তালাশ-এর জন্য। প্রথম আলাে বর্ষসেরা বই ১৪১০ পুরস্কার পান। বইটির ইংরেজি তরজমা দ্য সার্চ নামে দিল্লির প্রকাশনা হাউস জুবান প্রকাশ করেছে ২০১১ সালে। তালা-এর ৩ কোরিয়ান ভাষার সংস্করণ আর সখী রঙ্গমালা উপন্যাসের ইংরেজি সংস্করণ বিলাভেট রঙ্গমালা প্রকাশের কাজ চলছে।
প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত ময়ুর সিংহাসন উপন্যাসের জন্য তিনি পেয়েছেন। বাংলার পাঠশালা আখতারুজ্জামান ইলিয়াস না কথাসাহিত্য পুরস্কার ২০১৫ এবং আইএফআইসি ব্যাংক পুরস্কার। তিনি ভারতের আনন্দবাজার গ্রুপের টিভি চ্যানেল। এবিপি আনন্দ কর্তৃক সাহিত্যে সেরা। – বাঙালি’ সম্মানে ভূষিত হয়েছেন ২০১৪ সালে। অতি সম্প্রতি তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেছেন।
পরিশেষে, তালাশ উপন্যাসের রচয়িতা হলো শাহীন আখতার ৷
Also Read More:—