জোসনা ও জননীর গল্প উপন্যাসের রচয়িতা কে? [MCQ]

[Question] জোসনা ও জননীর গল্প উপন্যাসের রচয়িতা কে?

(ক)জাফর ইকবাল
(খ)আনিসুল হক
(গ)হুমায়ুন আজাদ
(ঘ)হুমায়ুন আহমেদ

উত্তরঃ (ঘ) হুমায়ুন আহমেদ


সংক্ষেপে ব্যাখ্যাঃ

জোসনা ও জননীর গল্প উপন্যাসের রচয়িতা হলেন হুমায়ুন আহমেদ ৷

হুমায়ূন আহমেদ (১৩ নভেম্বর, ১৯৪৮ – ১৯ জুলাই, ২০১২) ছিলেন একজন বাংলাদেশী ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার এবং গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা। তিনি বিংশ শতাব্দীর জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিকদের মধ্যে অন্যতম। তাঁকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী অন্যতম শ্রেষ্ঠ লেখক বলে গণ্য করা হয়। বাংলা কথাসাহিত্যে তিনি সংলাপপ্রধান নতুন শৈলীর জনক। অন্য দিকে তিনি আধুনিক বাংলা বৈজ্ঞানিক কল্পকহিনীর পথিকৃৎ। নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসাবেও তিনি সমাদৃত। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা তিন শতাধিক। তাঁর বেশ কিছু গ্রন্থ পৃথিবীর নানা ভাষায় অনূদিত হয়েছে, বেশ কিছু গ্রন্থ স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচীর অন্তর্ভুক্ত।

তাঁর শ্রেষ্ঠ উপন্যাস কোনগুলো হলো নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার, আগুনের পরশমণি, জোছনা ও জননীর গল্প।

জোছনা ও জননীর গল্প বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের উপর ভিত্তি করে হুমায়ুন আহমেদ রচিত একটি উপন্যাস। এই উপন্যাসটিই তাঁর জীবনে লেখা শেষ উপন্যাস। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে লেখক অত্যন্ত নিরপেক্ষ অবস্থানে থেকে উপন্যাসটি লেখার চেষ্টা করেছেন। মুক্তিযুদ্ধের সময় হুমায়ুন আহমেদ স্যারের বাবা ছিলেন পিরজপূর জেলার পুলিশ প্রধান।

১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনী তাঁকে ধরে নিয়ে হত্যা করে। তার পর থেকে হুমায়ুন আহমেদ এবং তাঁর পরিবার দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়িয়েছেন। যুদ্ধকালীন সময়ের তাঁর সে দুঃসহ স্মৃতি, যুদ্ধ পরবর্তীকালে অন্যান্য মানুষের থেকে সংগ্রহ করা ঘটনাসমূহ, পাকিস্তানি সামরিক বাহিনীর নিররম অত্যাচারের চিত্র তিনি বইটিতে অত্যন্ত সন্দর ভাবে সাজিয়ে উপস্থাপন করেছেন। এ বইটির প্রত্যেকটি ঘটনাই সত্য।

সবশেষে, জোসনা ও জননীর গল্প উপন্যাসের রচয়িতা হলো হুমায়ুন আহমেদ ৷

রিপোর্ট করুন

“আমরা(Priobd.com) সকল তথ্য সঠিক দেওয়ার জন্য সর্বদা চেষ্ঠা করেছি ৷ আপনার যদি মনে হয় এই আর্টিকেলে কোনো তথ্য ভুল হয়েছে, দয়া করে প্রশ্নসহ যে অংশটি ভুল হয়েছে তা উল্লেখ করে আমাদের জিমেল করুণ”
Gmail: [email protected]

5/5(3 votes)
Scroll to Top