[Question] নেকড়ে অরণ্য উপন্যাসের রচয়িতা কে?
(ক) | হুমায়ূন আহমেদ |
(খ) | বিপ্রদাস বড়ুয়া |
(গ) | তারাশঙ্কার বন্দ্যোপাধ্যায় |
(ঘ) | শওকত ওসমান |
সংক্ষেপে ব্যাখ্যাঃ
নেকড়ে অরণ্য উপন্যাসের রচয়িতা হলেন শওকত ওসমান ৷ অর্থাৎ নেকড়ে অরণ্য উপন্যাস শওকত ওসমান এর লেখা ৷
শওকত ওসমান তাঁর পৈতৃক নাম শেখ আজিজুর রহমান। নাটক, গল্প, উপন্যাস, প্রবন্ধ, রম্যরচনা, রাজনৈতিক লেখা, শিশু-কিশোর সাহিত্য সর্বত্র তিনি উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন। মুক্তিযুদ্ধ ও ধর্মনিরপেক্ষতার পক্ষে তিনি ছিলেন এক উচ্চকিত কণ্ঠের অধিকারী। তিনি জন্মগ্রহণ করেন ১৯১৭ খ্রিষ্টাব্দের ২ জানুয়ারি পশ্চিম বঙ্গের হুগলী জেলার জেলার সবল সিংহপুর গ্রামে ৷ তাঁর জনপ্রিয় গ্রন্থ গুলোর মধ্যে উল্লেখযোগ্যঃ জননী, জাহান্নম হইতে বিদায়, বনী আদম, ওটেন সাহেবের বাংলো, কালরাত্রি খ-চিত্র, মুজিবনগর, দুই সৈনিক ও অন্যান্য। ক্রীতদাসের হাসি তাঁর একটি জনপ্রিয় ঐতিহাসিক উপন্যাস।
Also Read More:—