[Question] সমুদ্র এর সমার্থক শব্দ বা প্রতিশব্দ কোনটি?
(ক) | নদীকান্ত |
(খ) | আপ্লব |
(গ) | কলত্র |
(ঘ) | রদনী |
সংক্ষেপে ব্যাখ্যাঃ
সমুদ্র এর সমার্থক শব্দঃ রত্নাকর, অম্বুধি, জলধি, বারিধি, উদধি, পয়োধি, অর্ণব, জলনিধি, বারীন্দ্র, পারাবার, বারীশ, নীলাম্বু, অম্বুনিধি, প্রচেতা, মকরালয়, জলনাথ, অম্বুপ, জলদলপতি, অম্বুপতি, অম্ভোধি, অম্বুভূৎ, অম্বুমান, পয়োনিধি, মহার্ণব, ইরাবান, নদীকান্ত, দ্বীপী, ঊর্মিমালী।
সুতরাং এখানে সমুদ্র শব্দের প্রতিশব্দ বা সমার্থক শব্দ হলো নদীকান্ত ৷
অপরপক্ষে,
- আপ্লব শব্দের সমার্থক শব্দ— আপ্লাব, আপ্লাবণ জলপ্লাবন, বন্যা, অবগাহন, স্নান।
- কলত্র শব্দের সমার্থক শব্দ— পত্নী, ভার্যা।
- রদনী শব্দের সমার্থক শব্দ— হস্তী, দন্তী।
Also Read More:—