[Question] চমৎকার এর সমার্থক শব্দ বা প্রতিশব্দ কোনটি?
(ক) | নদীকান্ত |
(খ) | অপূর্ব |
(গ) | কলত্র |
(ঘ) | রদনী |
সংক্ষেপে ব্যাখ্যাঃ
চমৎকার এর সমার্থক শব্দঃ অনবদ্য, নিরুপম, অপূর্ব, অতুলনীয়, অনুপম, নিখুঁত, সর্বাঙ্গসুন্দর ৷
সুতরাং এখানে চমৎকার শব্দের প্রতিশব্দ বা সমার্থক শব্দ হলো অপূর্ব ৷
আরও দেখুনঃ
- চমৎকার একটি বিশেষ্য পদ ৷ যার অর্থ বিস্ময় ৷
- চমৎকার এর বিপরীত শব্দ কুৎসিত/ খারাপ ৷
- চমৎকার এর ইংরেজি—Excellent.
- আপ্লব শব্দের সমার্থক শব্দ— আপ্লাব, আপ্লাবণ জলপ্লাবন, বন্যা, অবগাহন, স্নান।
- কলত্র শব্দের সমার্থক শব্দ— পত্নী, ভার্যা।
- রদনী শব্দের সমার্থক শব্দ— হস্তী, দন্তী।
Also Read More:—