[Question] অন্ধকার এর সমার্থক শব্দ বা প্রতিশব্দ কোনটি?
(ক) | তিমির |
(খ) | চিকুর |
(গ) | পাবক |
(ঘ) | অগ্নি |
সংক্ষেপে ব্যাখ্যাঃ
অন্ধকার এর সমার্থক শব্দঃ আঁধার, আঁধারি, তমস, তমিস্র, তমিস্রা, তিমির, ধ্বান্ত, শর্বর, নভাক, সন্তমস, তম, আলোকহীনতা, নষ্টেন্দুকলা, তিমিরপুঞ্জ, অমানিশা, তমসা ৷
সুতরাং এখানে অন্ধকার শব্দের প্রতিশব্দ বা সমার্থক শব্দ হলো তিমির ৷
অপরপক্ষে,
- চিকুর এর সমার্থক শব্দ — চুল, কুন্তল, কেশ, অলক ।
- পাবক এর সমার্থক শব্দ — অগ্নি, অনল, পাবক, আগুন, দহন,সর্বভূক, শিখা, হুতাশন, বহ্নি, বৈশ্বানর,কৃশানু, বিভাবসু ৷
- অগ্নি এর সমার্থক শব্দ — আগুন, দহন,সর্বভূক, শিখা ৷
আরও দেখুনঃ
- অন্ধকার একটি বিশেষ্য পদ ৷ যার অর্থ আলোর অভাব, তিমির ৷
- অন্ধকার এর বিপরীত শব্দ আলো ৷
- চমৎকার এর ইংরেজি—Dark.
Also Read More:—