বাতাস এর সমার্থক শব্দ বা প্রতিশব্দ কোনটি? [MCQ]

[Question] বাতাস এর সমার্থক শব্দ বা প্রতিশব্দ কোনটি?

(ক)মহোদর
(খ)গন্ধবহ
(গ)শিখা
(ঘ)ভূধর

উত্তরঃ (খ) গন্ধবহ


সংক্ষেপে ব্যাখ্যাঃ

বাতাস এর সমার্থক শব্দঃ পবন, মরুৎ, মারুত, অনিল, বাত, প্রভঞ্জন, জগদ্বল, অগ্নিসখ, নভদ্বান, গন্ধবহ, বহ্নিমিত্র, সমীর, সমীরণ, আশুগ, নভঃশ্বাস।

সুতরাং এখানে বাতাস শব্দের প্রতিশব্দ বা সমার্থক শব্দ হলো গন্ধবহ

আরও দেখুনঃ

  • আকাশ এর সমার্থক শব্দ — আসমান, অম্বর, গগন, নভোঃ, নভোমণ্ডল, খগ, ব্যোম, অন্তরীক্ষ ।
  • পর্বত এর সমার্থক শব্দ — শৈল, গিরি, পাহাড়, অচল, অটল, অদ্রি, চূড়া, ভূধর, নগ, শৃঙ্গী, শৃঙ্গধর, মহীধর, মহীন্দ্র ৷
  • বায়ু এর সমার্থক শব্দ — বাতাস, অনিল, পবন, হাওয়া, সমীর, সমীরণ, মারুত, গন্ধবহ ৷

রিপোর্ট করুন

“আমরা(Priobd.com) সকল তথ্য সঠিক দেওয়ার জন্য সর্বদা চেষ্ঠা করেছি ৷ আপনার যদি মনে হয় এই আর্টিকেলে কোনো তথ্য ভুল হয়েছে, দয়া করে প্রশ্নসহ যে অংশটি ভুল হয়েছে তা উল্লেখ করে আমাদের জিমেল করুণ”
Gmail: [email protected]

5/5(3 votes)
Scroll to Top