[Question] রাত এর সমার্থক শব্দ বা প্রতিশব্দ কোনটি?
(ক) | শর্বরী |
(খ) | তিমির |
(গ) | লোকান্তর |
(ঘ) | ক্ষণপ্রভা |
সংক্ষেপে ব্যাখ্যাঃ
রাত এর সমার্থক শব্দঃ অমা, যামিনী, শর্বরী, বিভাবরী, নিশীথিনী, ক্ষণদা, আমসী, নিশীথ, তমা, নিশুতি, ত্রিযামা নক্ত, অসুরা, যামবতী, অন্ধিকা, তামসী, ইন্দুকান্ত।
সুতরাং এখানে রাত শব্দের প্রতিশব্দ বা সমার্থক শব্দ হলো শর্বরী ৷
অপরপক্ষেঃ
- তিমির এর সমার্থক শব্দ — অন্ধকার, আঁধার, তমসা, তম, তমঃ, তিমির, তমিস্র, তমসা, নিরালোক, অমা, অনামিশা, শর্বর ৷
- লোকান্তর এর সমার্থক শব্দ — পরজগৎ, পরলোক ৷
- ক্ষণপ্রভা এর সমার্থক শব্দ — বিদ্যুৎ, বিজলী , তড়িৎ , ক্ষণপ্রভা, দামিনী ৷
আরও দেখুনঃ
- আলো এর সমার্থক শব্দ- বাতি, প্রদীপ, জ্যোতি, কিরণ, দীপ্তি, প্রভা ৷
- অগ্নি এর সমার্থক শব্দ- আগুন, জ্বালানি, তেজ, শিখা, অনল, বহ্নি, হুতাশন, পাবক, দহন, সর্বভূক, বৈশ্বানর, কৃশানু, বিভাবসু, সর্বশুচি ৷
Also Read More:—