দিন এর সমার্থক শব্দ বা প্রতিশব্দ কোনটি? [MCQ]

[Question] দিন এর সমার্থক শব্দ বা প্রতিশব্দ কোনটি?

(ক)তিমির
(খ)অহনা
(গ)হীন
(ঘ)তমিস্র

উত্তরঃ (খ) অহনা


সংক্ষেপে ব্যাখ্যাঃ

দিন এর সমার্থক শব্দঃ দিবস, সাবন, অহ্ন, চব্বিশ ঘণ্টা, আঁপ্রহর, বার, অষ্টপ্রহর, রোজা, বাসর, দিনযামিনী, নক্তন্দিব, অহোরাত্রি, দিনরজনী, অহোরাত্র, দিনরাত্রি, দিবসরজনী, অহ, দিবা, দিনমান, আটপ্রহর, অহনা।

সুতরাং এখানে দিন শব্দের প্রতিশব্দ বা সমার্থক শব্দ হলো অহনা

অপরপক্ষেঃ

  • তিমির এর সমার্থক শব্দ — অন্ধকার, আঁধার, তমসা, তম, তমঃ, তিমির, তমিস্র, তমসা, নিরালোক, অমা, অনামিশা, শর্বর ৷
  • হীন এর সমার্থক শব্দ — নীচ, অধম, কমিনা, হেয়, ঘৃণ্য, শূন্য ৷
  • তমিস্র এর সমার্থক শব্দ — অন্ধকার, আঁধার, তিমির, অমানিশা, তমসা, তম, তমিস্র

রিপোর্ট করুন

“আমরা(Priobd.com) সকল তথ্য সঠিক দেওয়ার জন্য সর্বদা চেষ্ঠা করেছি ৷ আপনার যদি মনে হয় এই আর্টিকেলে কোনো তথ্য ভুল হয়েছে, দয়া করে প্রশ্নসহ যে অংশটি ভুল হয়েছে তা উল্লেখ করে আমাদের জিমেল করুণ”
Gmail: [email protected]

5/5(3 votes)
Scroll to Top