[Question] দিন এর সমার্থক শব্দ বা প্রতিশব্দ কোনটি?
(ক) | তিমির |
(খ) | অহনা |
(গ) | হীন |
(ঘ) | তমিস্র |
সংক্ষেপে ব্যাখ্যাঃ
দিন এর সমার্থক শব্দঃ দিবস, সাবন, অহ্ন, চব্বিশ ঘণ্টা, আঁপ্রহর, বার, অষ্টপ্রহর, রোজা, বাসর, দিনযামিনী, নক্তন্দিব, অহোরাত্রি, দিনরজনী, অহোরাত্র, দিনরাত্রি, দিবসরজনী, অহ, দিবা, দিনমান, আটপ্রহর, অহনা।
সুতরাং এখানে দিন শব্দের প্রতিশব্দ বা সমার্থক শব্দ হলো অহনা ৷
অপরপক্ষেঃ
- তিমির এর সমার্থক শব্দ — অন্ধকার, আঁধার, তমসা, তম, তমঃ, তিমির, তমিস্র, তমসা, নিরালোক, অমা, অনামিশা, শর্বর ৷
- হীন এর সমার্থক শব্দ — নীচ, অধম, কমিনা, হেয়, ঘৃণ্য, শূন্য ৷
- তমিস্র এর সমার্থক শব্দ — অন্ধকার, আঁধার, তিমির, অমানিশা, তমসা, তম, তমিস্র।
Also Read More:—