হুতাশন এর সমার্থক শব্দ বা প্রতিশব্দ কোনটি? [MCQ]

[Question] হুতাশন এর সমার্থক শব্দ বা প্রতিশব্দ কোনটি?

(ক)আগুন
(খ)ভাতি
(গ)অংশ
(ঘ)জ্যোতি

উত্তরঃ (ক) আগুন


সংক্ষেপে ব্যাখ্যাঃ

হুতাশন এর সমার্থক শব্দঃ আগুন, বীতিহোত্র, পাবক, সর্বভুক, বিভাবসু, শিখা, সর্বশুচি, বৈশ্বানর, হুতাশন, কৃষাণু, বায়ুসখা, চিতা, হোমাগ্নি, সপ্তাংশ, চিত্রভানু, কৃপাট, অর্চি, হব্যাশন, বহ্নি, অনল, দহন, সর্বশুচি, জ্যোতিবেদা, বহিৃ।

সুতরাং এখানে হুতাশন শব্দের প্রতিশব্দ বা সমার্থক শব্দ হলো আগুন

আরও দেখুনঃ

  • সাগর এর সমার্থক শব্দ- সমুদ্র, বারিধি, পারাবার, পাথার, বারীন্দ্র, অর্ণব, সিন্ধু, জলনিধি, জলধি, জলধর, সায়র, জলাধিপতি, রত্নাকর , বরুণ, দরিয়া, বারীন্দ্র, বারীশ, পয়োনিধি, তোয়ধি, বারিনিধি, অম্বুধি ৷
  • সোনা এর সমার্থক শব্দ – স্বর্ণ, কনক, কাঞ্চন, সুবর্ণ, হেম, হিরণ্য, হিরণ ৷

রিপোর্ট করুন

“আমরা(Priobd.com) সকল তথ্য সঠিক দেওয়ার জন্য সর্বদা চেষ্ঠা করেছি ৷ আপনার যদি মনে হয় এই আর্টিকেলে কোনো তথ্য ভুল হয়েছে, দয়া করে প্রশ্নসহ যে অংশটি ভুল হয়েছে তা উল্লেখ করে আমাদের জিমেল করুণ”
Gmail: [email protected]

5/5(3 votes)
Scroll to Top