[Question] চুল এর সমার্থক শব্দ বা প্রতিশব্দ কোনটি?
(ক) | পিক |
(খ) | অম্বর |
(গ) | চিকুর |
(ঘ) | অদ্রি |
সংক্ষেপে ব্যাখ্যাঃ
চুল এর সমার্থক শব্দঃ কেশ, অলক, কচ, কুন্তল, চূলক, শিরোজ, শিরসিজ, শিরোরুহ, মূর্ধজ, চিকুর, কৃশলা, কবরী।
সুতরাং এখানে চুল শব্দের প্রতিশব্দ বা সমার্থক শব্দ হলো চিকুর ৷
অপরপক্ষে,
- পিক এর সমার্থক শব্দ – কোকিল, পরভৃত, পিক, কাকপুষ্ট, পরপুষ্ট, অন্যপুষ্ট, কলকণ্ঠ, বসন্তদূত, মধুবন ।
- অম্বর এর সমার্থক শব্দ – আকাশ, গগণ, আসমান, শূন্য, নভোমন্ডল, ব্যোম, অন্তরীক্ষ, নভঃ।
- অদ্রি এর সমার্থক শব্দ – পর্বত, পাহাড়, অচল, গিরি, শৈল, ভূধর, অদ্রি, মহীধর।
Also Read More:—