চুল এর সমার্থক শব্দ বা প্রতিশব্দ কোনটি? [MCQ]

[Question] চুল এর সমার্থক শব্দ বা প্রতিশব্দ কোনটি?

(ক)পিক
(খ)অম্বর
(গ)চিকুর
(ঘ)অদ্রি

উত্তরঃ (গ) চিকুর


সংক্ষেপে ব্যাখ্যাঃ

চুল এর সমার্থক শব্দঃ কেশ, অলক, কচ, কুন্তল, চূলক, শিরোজ, শিরসিজ, শিরোরুহ, মূর্ধজ, চিকুর, কৃশলা, কবরী।

সুতরাং এখানে চুল শব্দের প্রতিশব্দ বা সমার্থক শব্দ হলো চিকুর

অপরপক্ষে,

  • পিক এর সমার্থক শব্দ – কোকিল, পরভৃত, পিক, কাকপুষ্ট, পরপুষ্ট, অন্যপুষ্ট, কলকণ্ঠ, বসন্তদূত, মধুবন ।
  • অম্বর এর সমার্থক শব্দ – আকাশ, গগণ, আসমান, শূন্য, নভোমন্ডল, ব্যোম, অন্তরীক্ষ, নভঃ।
  • অদ্রি এর সমার্থক শব্দ – পর্বত, পাহাড়, অচল, গিরি, শৈল, ভূধর, অদ্রি, মহীধর।

রিপোর্ট করুন

“আমরা(Priobd.com) সকল তথ্য সঠিক দেওয়ার জন্য সর্বদা চেষ্ঠা করেছি ৷ আপনার যদি মনে হয় এই আর্টিকেলে কোনো তথ্য ভুল হয়েছে, দয়া করে প্রশ্নসহ যে অংশটি ভুল হয়েছে তা উল্লেখ করে আমাদের জিমেল করুণ”
Gmail: [email protected]

5/5(3 votes)
Scroll to Top