[Question] ভালো এর সমার্থক শব্দ বা প্রতিশব্দ কোনটি?
(ক) | দয়া |
(খ) | উত্তম |
(গ) | দীনতা |
(ঘ) | রূঢ় |
সংক্ষেপে ব্যাখ্যাঃ
ভালো এর সমার্থক শব্দঃ উত্তম, সেরা, ভালো, উৎকৃষ্ট, প্রকৃষ্ট, অত্যুৎকৃষ্ট, শ্রেষ্ট, সর্বশ্রেষ্ট, অগ্রণী, অতুল, অতুলনীয়, কপাল, ললাট ৷
সুতরাং এখানে ভালো শব্দের প্রতিশব্দ বা সমার্থক শব্দ হলো উত্তম ৷
অপরপক্ষে,
- দয়া এর সমার্থক শব্দ – অনুগ্রহ, অনুকম্পা, সৌরত্য, প্রসাদ, অনুবল, কৃপা, দাক্ষিণ্য, কারুণ্য, দয়া ।
- দীনতা এর সমার্থক শব্দ – অভাব, দৈন্য, অনটন, দুরবস্থা, দীনতা, দারিদ্র্য, দুর্দশা, অপ্রাচুর্য, ন্যূনতা।
- রূঢ় এর সমার্থক শব্দ – উগ্র, কোপন, কর্কশ, ক্রুদ্ধ, প্রখর, রূঢ়, তীক্ষ্ণ, ভয়ানক, অত্যুগ্র, উল্বণ, অশেষ, ভীষণ, প্রাবল্য, উদগ্র।
Also Read More:—