[Question] পাখি এর সমার্থক শব্দ বা প্রতিশব্দ কোনটি?
(ক) | বিহগ |
(খ) | পল্লব |
(গ) | শর্বরী |
(ঘ) | অঙ্গক |
সংক্ষেপে ব্যাখ্যাঃ
পাখি এর সমার্থক শব্দঃ পক্ষী, বিহগ, বিহঙ্গ, বিহঙ্গম, দ্বিজা, খেচর, খগ, খচর, খগম, গগনগতি, চিড়িয়া পাকপক্ষী, পাখপাখালি, পত্রী, পত্রগ, অগুজ, শকুন্ত, পধর, পতত্রী, পত্ররথ, পক্ষধর, কণ্ঠাগ্নি, পাক, উৎপত, কাণ্ডচারী, নভৌকা, পক্ষিণী, পাখপাখাল।
সুতরাং এখানে পাখি শব্দের প্রতিশব্দ বা সমার্থক শব্দ হলো বিহগ ৷
অপরপক্ষে,
- পল্লব এর সমার্থক শব্দ – পত্র, পর্ণ, পাত, পাতা, কিশলয়, চিঠি, ফলক, পল্লব। ।
- শর্বরী এর সমার্থক শব্দ – নারী, রমা, রামা, বামা, অঙ্গনা, কামিনী, তন্বী, শুচিস্মিতা, জনি, কান্তা, ভামিনী, সুস্মিতা, বরনারী, তিলোত্তমা, সীমন্তিনী, বনিতা, জেনানা, বালা, শর্বরী, প্রতীপদর্শিনী, যোষিৎ, যোষিতা, আওরত।
- অঙ্গক এর সমার্থক শব্দ – দেহ, তনু, শরীর, অঙ্গ, কায়া, কলেবর, দেহপিঞ্জর, কন্ধ, বপু, গতর, অঙ্গক, গাত্র, গা, দেহযষ্টি।
Also Read More:—