[Question] চোখ এর সমার্থক শব্দ বা প্রতিশব্দ কোনটি?
(ক) | লোচন |
(খ) | অনল |
(গ) | তনু |
(ঘ) | তপন |
সংক্ষেপে ব্যাখ্যাঃ
চোখ এর সমার্থক শব্দঃ আঁখি, চোখ, চক্ষু, নেত্র, লোচন, নয়ন, নয়না, দর্শনেন্দ্রিয়, আঁখ, অক্ষি, সিডর, দৃষ্টি, নয়ন।
সুতরাং এখানে চোখ শব্দের প্রতিশব্দ বা সমার্থক শব্দ হলো লোচন ৷
অপরপক্ষে,
- অনল এর সমার্থক শব্দ – আগুন; অগ্নি; বহ্নি; দাহন; পাবক; হুতাশন; হূতাশন ইত্যাদি ৷
- তনু এর সমার্থক শব্দ – দেহ, শরীর।
- তপন এর সমার্থক শব্দ – সূর্য, রবি, ভানু, প্রভাকর, দিনপতি।
Also Read More:—