সুন্দরী এর সমার্থক শব্দ বা প্রতিশব্দ কোনটি? [MCQ]

5/5(3 votes)

[Question] সুন্দরী এর সমার্থক শব্দ বা প্রতিশব্দ কোনটি?

(ক)নেত্রনীর
(খ)উষসী
(গ)নন্দিনী
(ঘ)রূপবতী

উত্তরঃ (ঘ) রূপবতী


সংক্ষেপে ব্যাখ্যাঃ

সুন্দরী এর সমার্থক শব্দঃ সুশ্রী, রূপসী, বরাঙ্গনা, রূপবতী, সুরূপা, রমণী, ললিতা, কামিনী, বিলাসিনী।

সুতরাং এখানে সুন্দরী শব্দের প্রতিশব্দ বা সমার্থক শব্দ হলো রূপবতী

অপরপক্ষে,

  • নেত্রনীর এর সমার্থক শব্দঅশ্রু, নেত্রবারি, নয়নজল, অশ্রুবারি, চোখের পানি, নেত্রনীর, চোখেরজল ৷
  • উষসী এর সমার্থক শব্দঊষা, প্রাতঃ, বিভাত, নিশান্ত, কাকভোর, অহনা, ব্রাহ্মমুহূর্ত, বিহান, প্রাহ্ণ, নিশাত্যয়, উষসী, প্রাতকাল, ভোরবেলা, প্রভাত, প্রতুষ্য।
  • নন্দিনী এর সমার্থক শব্দকন্যা, দুহিতা, মেয়ে, দুলালি, তনুজা, দারিকা, পুত্রিকা, তনয়া, বেটি, ঝিয়ারি, পুত্রী, ঝি, নন্দিনী।

রিপোর্ট করুন

“আমরা(Priobd.com) সকল তথ্য সঠিক দেওয়ার জন্য সর্বদা চেষ্ঠা করেছি ৷ আপনার যদি মনে হয় এই আর্টিকেলে কোনো তথ্য ভুল হয়েছে, দয়া করে প্রশ্নসহ যে অংশটি ভুল হয়েছে তা উল্লেখ করে আমাদের জিমেল করুণ”
Gmail: [email protected]

Scroll to Top