[Question] সুন্দরী এর সমার্থক শব্দ বা প্রতিশব্দ কোনটি?
(ক) | নেত্রনীর |
(খ) | উষসী |
(গ) | নন্দিনী |
(ঘ) | রূপবতী |
সংক্ষেপে ব্যাখ্যাঃ
সুন্দরী এর সমার্থক শব্দঃ সুশ্রী, রূপসী, বরাঙ্গনা, রূপবতী, সুরূপা, রমণী, ললিতা, কামিনী, বিলাসিনী।
সুতরাং এখানে সুন্দরী শব্দের প্রতিশব্দ বা সমার্থক শব্দ হলো রূপবতী ৷
অপরপক্ষে,
- নেত্রনীর এর সমার্থক শব্দ – অশ্রু, নেত্রবারি, নয়নজল, অশ্রুবারি, চোখের পানি, নেত্রনীর, চোখেরজল ৷
- উষসী এর সমার্থক শব্দ – ঊষা, প্রাতঃ, বিভাত, নিশান্ত, কাকভোর, অহনা, ব্রাহ্মমুহূর্ত, বিহান, প্রাহ্ণ, নিশাত্যয়, উষসী, প্রাতকাল, ভোরবেলা, প্রভাত, প্রতুষ্য।
- নন্দিনী এর সমার্থক শব্দ – কন্যা, দুহিতা, মেয়ে, দুলালি, তনুজা, দারিকা, পুত্রিকা, তনয়া, বেটি, ঝিয়ারি, পুত্রী, ঝি, নন্দিনী।
Also Read More:—