[Question] মন এর সমার্থক শব্দ বা প্রতিশব্দ কোনটি?
(ক) | নৃপ |
(খ) | নিশীথ |
(গ) | অন্তর |
(ঘ) | পাথার |
সংক্ষেপে ব্যাখ্যাঃ
মন এর সমার্থক শব্দঃ হৃদয়, চিত্ত, অন্তর, হিয়া, দিল, পরান, অন্তঃকরণ, অন্তরাত্মা, চিত্তপট, মানসলোেক, মনোজগৎ ৷
সুতরাং এখানে মন শব্দের প্রতিশব্দ বা সমার্থক শব্দ হলো অন্তর ৷
অপরপক্ষে,
- নৃপ হলো রাজা শব্দের সমার্থক শব্দ ৷ রাজা এর সমার্থক শব্দ – রাজা,দণ্ডপাল,দণ্ডপালক,নৃপতি, নরেশ,নরপাল,ভৃপ,ভৃপতি,ক্ষিতিপাল,ক্ষিতিপতি, নৃপ, নরপতি, বাদশা, নরেশ, নৃপতি, নরপতি, সম্রাট, মহীপাল, রাজেন্দ্র, নরেন্দ্র ৷
- নিশীথ হলো রাত্রি শব্দের সমার্থক শব্দ ৷ রাত্রি এর সমার্থক শব্দ – রাত, নিশি, নিশীথ, নিশীথিনী, তামসী, নিশুতি, ত্রিযামা, রাতি, যামিনী, শর্বরী, বিভাবরী, রজনী ।
- পাথার হলো সমুদ্র শব্দের সমার্থক শব্দ ৷ সমুদ্র এর সমার্থক শব্দ – সমুদ্র, সিন্ধু, সাগর, বারিধি, জলধি, জলনিধি, অর্ণব, নদীকান্ত ৷
Also Read More:—