[Question] স্ত্রী এর সমার্থক শব্দ বা প্রতিশব্দ কোনটি?
(ক) | বনিতা |
(খ) | মোহিনী |
(গ) | অঙ্গ |
(ঘ) | ধাত্রী |
সংক্ষেপে ব্যাখ্যাঃ
স্ত্রী এর সমার্থক শব্দঃ ভার্যা ,পত্নী, সহধর্মিণী, অর্ধাঙ্গী, দার, দয়িতা, জায়া, কলত্র, অঙ্গনা, বনিতা, দারা, কান্তা, ধর্মপত্নী, জানি, ধনিকা, বধূ, বউ, গৃহিণী, গিন্নি, ঘরনি, ভামিনী, জীবন সাথী, বেগম ইত্যাদি ৷
সুতরাং এখানে স্ত্রী শব্দের প্রতিশব্দ বা সমার্থক শব্দ হলো বনিতা ৷
অপরপক্ষে,
- মোহিনী এর সমার্থক শব্দ – মুগ্ধকারিণী, মনোহারিণী, পরমাসুন্দরী ৷
- অঙ্গ হলো শরীর শব্দের সমার্থক শব্দ ৷ অঙ্গ এর সমার্থক শব্দ – গা, শরীর, গাত্র,দেহ, বপু,তনু।
- ধাত্রী হলো মা শব্দের সমার্থক শব্দ ৷ ধাত্রী এর সমার্থক শব্দ – গর্ভধারিণী, মাতা, ধাই, পালনকারিণী, ধাই, প্রতিপালিকা, শুশ্রুষাকারিণী, পৃথিবী, গর্ভধারিণী জননী।
Also Read More:—