[Question] পাথর এর সমার্থক শব্দ বা প্রতিশব্দ কোনটি?
(ক) | শর্বরী |
(খ) | পাষাণ |
(গ) | পাদপ |
(ঘ) | খগ |
সংক্ষেপে ব্যাখ্যাঃ
পাথর এর সমার্থক শব্দঃ প্রস্তর, পাষান, শিলা, শিল, উপল, অশ্ম, কাঁকর, কঙ্কর, শর্করা।
সুতরাং এখানে পাথর শব্দের প্রতিশব্দ বা সমার্থক শব্দ হলো পাষাণ ৷
অপরপক্ষে,
- শর্বরী এর সমার্থক শব্দ – নারী, রমা, রামা, বামা, অঙ্গনা, কামিনী, তন্বী, শুচিস্মিতা, জনি, কান্তা, ভামিনী, সুস্মিতা, বরনারী, তিলোত্তমা, সীমন্তিনী, বনিতা, জেনানা, বালা, শর্বরী, প্রতীপদর্শিনী, যোষিৎ, যোষিতা, আওরত। ৷
- পাদপ হলো বৃক্ষ শব্দের সমার্থক শব্দ ৷ পাদপ এর সমার্থক শব্দ – গাছ, পাদপ, তরু, বিটপী, দ্রুম, মহীরুহ, শাখী, শিখরী, পনী।
- খগ হলো পাখি শব্দের সমার্থক শব্দ ৷ খগ এর সমার্থক শব্দ – পাখি, পক্ষী, বিহঙ্গ, বিহগ, শকুন্ত, বিহঙ্গম, দ্বিজ, খেচর, পতগ ইত্যাদি।
Also Read More:—