[Question] নতুন এর সমার্থক শব্দ বা প্রতিশব্দ কোনটি?
(ক) | আগার |
(খ) | করুণা |
(গ) | আনকোরা |
(ঘ) | মায়া |
সংক্ষেপে ব্যাখ্যাঃ
নতুন এর সমার্থক শব্দঃ নবীন, তাজা, নব্য, আনকোরা, তরুণ, আধুনিক, সদ্যোজাত, অধুনা, নব, নয়া, নতুন, টাটকা, নবজাত ৷
সুতরাং এখানে নতুন শব্দের প্রতিশব্দ বা সমার্থক শব্দ হলো আনকোরা ৷
অপরপক্ষে,
- আলয় বাড়ি শব্দের প্রতিশব্দ ৷ আগার এর সমার্থক শব্দ – নিকেতন, আগার, বাটী, গৃহ, বাড়ি, ধাম,নিকেতন,আলয় ৷
- করুণা শব্দটি দয়া এর প্রতিশব্দ ৷ করুণা এর সমার্থক শব্দ – দয়া, কৃপা, অনুগ্রহ।
- মায়া এর সমার্থক শব্দ – মমত,স্নেহ,ইন্দ্রজাল,ভ্রান্তি,কপটতা,জাদু।
Also Read More:—