[Question] অতীত এর বিপরীত শব্দ কোনটি?
(ক) | স্বল্পতা |
(খ) | অগ্রজ |
(গ) | অনন্বয়ী |
(ঘ) | ভবিষ্যৎ |
সংক্ষেপে ব্যাখ্যাঃ
এখানে অতীত এর বিপরীত শব্দ হলো ভবিষ্যৎ ৷
- অতীত এর সন্ধি বিচ্ছেদ – অতীত = অতি + ইত.
- অতীত এর শুদ্ধ উচ্চারণ – অতীত – ওতিত্
- অতীত এর সমার্থক শব্দ – পূর্বকাল, পুরাকাল, পূর্ববর্তী,আগের,পূর্ব।
- অতীত এর ইংরেজি – Past
আরও দেখুনঃ
- অবনত এর বিপরীত শব্দ – উন্নত ৷
- অভিমানী এর বিপরীত শব্দ – নিরভিমানী ৷
- অন্তর এর বিপরীত শব্দ – বাহির ৷
- অধিক এর বিপরীত শব্দ – অল্প ৷
- অর্থী এর বিপরীত শব্দ – প্রত্যর্থী ৷
Also Read More:—