[Question] অন্তর এর বিপরীত শব্দ কোনটি?
(ক) | নির্গম |
(খ) | নির্বাণ |
(গ) | বাহির |
(ঘ) | ঐচ্ছিক |
সংক্ষেপে ব্যাখ্যাঃ
এখানে অন্তর এর বিপরীত শব্দ হলো বাহির ৷
- অন্তর অর্থ হৃদয়, মন ৷
- অন্তর এর সমার্থক শব্দ মধ্য; ফাঁক; ছিদ্র; ব্যবধান; তফাত; ভেদ; পার্থক্য; মন; হৃদয় ৷
আরও দেখুনঃ
- অনন্ত এর বিপরীত শব্দ – অন্ত/সান্ত ৷
- অভিজ্ঞ এর বিপরীত শব্দ – অনভিজ্ঞ ৷
- অধিক এর বিপরীত শব্দ – অল্প ৷
- অচল এর বিপরীত শব্দ – সচল ৷
- অজ্ঞাত এর বিপরীত শব্দ – জ্ঞাত/বিদিত ৷
Also Read More:—