[Question] অভিজ্ঞ এর বিপরীত শব্দ কোনটি?
(ক) | অনভিজ্ঞ |
(খ) | অজ্ঞাত |
(গ) | অচল |
(ঘ) | বোকা |
সংক্ষেপে ব্যাখ্যাঃ
এখানে অভিজ্ঞ এর বিপরীত শব্দ হলো অনভিজ্ঞ ৷
- অভিজ্ঞ অর্থ বিশেষজ্ঞ; বহুদর্শী; জ্ঞানী।
- অভিজ্ঞ এর সমার্থক শব্দ দূরদর্শী,বিশদদর্শী, অভিজ্ঞ,দক্ষ,জ্ঞানী,বিদ্বান,বহুদর্শী,সুবিবেচক ৷
আরও দেখুনঃ
- অখ্যাতি এর বিপরীত শব্দ – সুখ্যাতি ৷
- অজ্ঞান এর বিপরীত শব্দ – জ্ঞান/সজ্ঞান ৷
- অবিকল্প এর বিপরীত শব্দ – সবিকল্প ৷
- অভিজ্ঞ এর বিপরীত শব্দ – অনভিজ্ঞ ৷
- অর্থী এর বিপরীত শব্দ – প্রত্যর্থী ৷
Also Read More:—