পদ্মাবতী কার লেখা? [MCQ]

[Question] পদ্মাবতী কার লেখা?

(ক)সৈয়দ আলাওল
(খ)বরীন্দ্রনাথ ঠাকুর
(গ)মুকুন্দরাম চক্রবর্তী
(ঘ)সমর সেন

উত্তরঃ (ক) সৈয়দ আলাওল


সংক্ষেপে ব্যাখ্যাঃ

এখানে পদ্মাবতী সৈয়দ আলাওল এর লেখা ৷ বাংলা সাহিত্যের মধ্যযুগের শ্রেষ্ঠ কবি আলাওল। ‘ পদ্মাবতী ‘ তার প্রথম কাব্য ও শ্রেষ্ঠ কাব্য। পদ্মাবতী” হলো এক সিংহলী রাজকন্যা পদ্মাবতীর উপাখ্যান বা কাহিনি।

মহাকবি আলাওল পরিচিতি

বাংলা সাহিত্যের মধ্যযুগে আলাওল অন্যতম শ্রেষ্ঠ কবি। সপ্তদশ শতাব্দীর বাংলা কাব্য এবং কবিদের মধ্যে ‘পদ্মাবতী’ এবং কবি আলাওলের স্থান শীর্ষে। আলাওল পণ্ডিত কবি। সংস্কৃত, ফারসি, আরবি, হিন্দি এবং বাংলা ভাষায় তিনি সমান পারদর্শী। বহুশাস্ত্রবিদ্‌ তিনি যোগ, তন্ত্র এবং তাসাউফে তাঁর প্রভূত অধিকার। কাব্য, ছন্দ এবং অলংকারশাস্ত্রে তাঁর পাণ্ডিত্য অপরিসীম। সংগীতবিদ এবং সংগীত শিক্ষক হিসেবে তিনি রোসাঙ্গের গুণীমহলে বিশেষভাবে সম্মানিত এবং সমাদৃত হয়েছিলেন। কবি হিসেবে তিনি মূলত অনুবাদকের ভূমিকা পালন করেছেন। কিন্তু সংগীতশিক্ষক এবং সংগীততত্ত্বের রূপকার হিসেবে তিনি মৌলিক প্রতিভার অধিকারী। আলাওল প্রধানত পদ্মাবতী কাব্যের জন্য সমধিক আলোচিত এবং জনপ্রিয়। পদ্মাবতী কাব্যের প্রায় চল্লিশটি কলমি এবং মুদ্রিত পুঁথি পাওয়া গেছে। একই কাব্যের এত অধিকসংখ্যক পুঁথির প্রাপ্তি পদ্মাবতী’র বিপুল জনপ্রিয়তারই সাক্ষ্য দেয়।

যার সুফি আলাওল নিজে কাদেরিয়া শাখার সুফি সাধক। তবে যুগের প্রভাবে হিন্দু- বৌদ্ধ যোগ ও তন্ত্র এবং মুসলিম তাসাউফে তাঁর সমান যোগ্যতা ছিল। এহেন পণ্ডিত, বহু ভাষাবিদ্‌ কবি সৈয়দ আলাওলের জীবনবৃত্তান্ত নিয়ে নানা কৌতূহল আছে। প্রায় প্রতিটি কাব্যের মধ্যে তিনি তাঁর নিজের জীবন সম্পর্কে কিছু তথ্য বর্ণনা করেছেন। তবু তাঁর বিস্তৃত পরিচয় লাভের কোনো উপায় মেলে নি। ১৬৭৩ সাল পর্যন্ত রচিত কাব্যগুলোর মধ্যে আত্মপরিচয় প্রসঙ্গে যে-তথ্য তিনি দান করেছেন, তাতে তাঁর পূর্ণাঙ্গ জীবনচিত্রটি প্রস্ফুটিত হয়ে ওঠে না। তিনি কোথাও তাঁর পিতামাতার নামোল্লেখ করেন নি, নিজের জন্মসন সম্পর্কেও দেন নি কোনো তথ্য। তাঁর জন্মস্থান সম্পর্কেও সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া মুশকিল। ভাগ্যবিপর্যয়হেতু আলাওল কোন্ সালে আরাকানের রোসাঙ্গে এসে পৌঁছেছিলেন, তা নির্ণয় করাও সহজ নয়।

  1. পদ্মাবতী নাটক কার লেখা?

    উত্তরঃ পদ্মাবতী নাটক মাইকেল মধুসূদন দত্ত এর লেখা

  2. পদ্মাবতী কে রচনা করেন?

    উত্তরঃ পদ্মাবতী রচনা করেন আলাওল ৷

  3. পদ্মাবতী কাব্য কোন ভাষা থেকে অনুদিত?

    উত্তরঃ ‘পদ্মাবতী’ কাব্য মহাকবি আলাওল হিন্দি ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করেন ৷

রিপোর্ট করুন

“আমরা(Priobd.com) সকল তথ্য সঠিক দেওয়ার জন্য সর্বদা চেষ্ঠা করেছি ৷ আপনার যদি মনে হয় এই আর্টিকেলে কোনো তথ্য ভুল হয়েছে, দয়া করে প্রশ্নসহ যে অংশটি ভুল হয়েছে তা উল্লেখ করে আমাদের জিমেল করুণ”
Gmail: [email protected]

5/5(3 votes)
Scroll to Top