যাপিত জীবন কার লেখা? [MCQ]

[Question] যাপিত জীবন কার লেখা?

(ক)নাসরিন জাহান
(খ)সেলিনা হোসেন
(গ)রিজিয়া রহমান
(ঘ)রাবেয়া খাতুন

উত্তরঃ (খ) সেলিনা হোসেন


সংক্ষেপে ব্যাখ্যাঃ

এখানে যাপিত জীবন, সেলিনা হোসেন এর লেখা ৷

সেলিনা হোসেন ১৯৪৭ সালের ১৪ই জুন রাজশাহীতে জন্মগ্রহণ করেন। বাংলাদেশের একজন জনপ্রিয় কথাসাহিত্যিক, যিনি ২১টি উপন্যাস, ৭টি গল্পগ্রন্থ ও ৪টি প্রবন্ধগ্রন্থের রচয়িতা ৷

ভাষা-আন্দোলনের পটভূমিতে লেখা উপন্যাস ‘যাপিত জীবন’। উপন্যাসের নায়ক জাফর জীবনের কথা বলে জীবনেরই বিনিময়ে। সেলিনা হোসেন জাফরের স্বচ্ছ প্রতীকচিত্রে বাঙালির শেকড় আর অস্তিত্বের কথা ঘোষণা করে তাঁর ‘যাপিত জীবন’-এ।

রিপোর্ট করুন

“আমরা(Priobd.com) সকল তথ্য সঠিক দেওয়ার জন্য সর্বদা চেষ্ঠা করেছি ৷ আপনার যদি মনে হয় এই আর্টিকেলে কোনো তথ্য ভুল হয়েছে, দয়া করে প্রশ্নসহ যে অংশটি ভুল হয়েছে তা উল্লেখ করে আমাদের জিমেল করুণ”
Gmail: [email protected]

5/5(3 votes)
Scroll to Top