[Question] নকশী কাঁথার মাঠ কার লেখা?
(ক) | কবি ফররুখ আহমদ |
(খ) | কবি জসীমউদ্দীন |
(গ) | কবি বন্দে আলী মিয়া |
(ঘ) | কবি কাদের নেওয়াজ |
সংক্ষেপে ব্যাখ্যাঃ
এখানে নকশী কাঁথার মাঠ, কবি কবি জসীমউদ্দীন এর লেখা ৷
‘নক্সীকাঁথার মাঠ’ (১৯২৯) গ্রন্থের প্রথম অংশে আছে চাষির ছেলে রূপা ও পাশের গ্রামের মেয়ে সাজুর প্রথম পরিচয় থেকে তাদের অনুরাগের বিকাশ ও বিবাহ এবং কয়েক মাসের সুখময় জীবনের কথা। দ্বিতীয় অংশের বিষয় তাদের বিচ্ছেদ। পূর্ববঙ্গ গীতিকায় যে বর্ণনাভঙ্গি এবং ভাষারীতি; জসীমউদ্দীন তাকে অবলম্বন করেছেন। গ্রামীণ জীবনের মাধুর্য ও কারুণ্য, বৈচিত্র্যহীন ক্লান্তিকরতা এবং মানুষের অসহায়তা এই কাব্যের উপকরণ। আধুনিক বাংলা কাব্যের ইতিহাসে এই কাব্য এক বিশেষ স্বাতন্ত্র্য নিয়ে লেখা হয়েছিল।
কবির অন্যান্য কাব্যগ্রন্থগুলোঃ নক্সীকাঁথার মাঠ (১৯২৯), সোজন বাদিয়ার ঘাট (১৯৩৪), মা যে জননী কান্দে (১৯৬৩) ইত্যাদি ৷৷
Also Read More:—