বোবা কাহিনী কার লেখা? [MCQ]

[Question] বোবা কাহিনী কার লেখা?

(ক)কবি ফররুখ আহমদ
(খ)কবি জসীমউদ্‌দীন
(গ)কবি বন্দে আলী মিয়া
(ঘ)কবি কাদের নেওয়াজ

উত্তরঃ (খ) কবি জসীমউদ্‌দীন


সংক্ষেপে ব্যাখ্যাঃ

এখানে বোবা কাহিনী, কবি জসীমউদ্‌দীন এর লেখা ৷ তার রচিত একমাত্র উপন্যাস বোবা কাহিনী(১৯৬৪) ৷

জসীমউদ্দীন রচিত ‘বোবা কাহিনী’ (১৯৬৪) উপন্যাসে মহাজনী শোষণের কারণে গ্রামের প্রান্তিক চাষি আজহারের ভূমিহীন হওয়া, শহরের সুবিধাবাদী উকিল ও ভণ্ড ধার্মিক কর্তৃক মেধাবী বছির নিগ্রহ ইত্যাদি বর্ণিত হয়েছে। উপন্যাসের কয়েকটি চরিত্র : বছির, আজহার, আরজান, রহিমুদ্দিন। উপন্যাসে কোন জটিলতা নেই ৷ নিছক সরল ও সাদামাটা একটি গল্প আছে উপন্যাসটিতে ৷

কবির অন্যান্য কাব্যগ্রন্থগুলোঃ নক্সীকাঁথার মাঠ (১৯২৯), সোজন বাদিয়ার ঘাট (১৯৩৪), মা যে জননী কান্দে (১৯৬৩) ইত্যাদি ৷৷

রিপোর্ট করুন

“আমরা(Priobd.com) সকল তথ্য সঠিক দেওয়ার জন্য সর্বদা চেষ্ঠা করেছি ৷ আপনার যদি মনে হয় এই আর্টিকেলে কোনো তথ্য ভুল হয়েছে, দয়া করে প্রশ্নসহ যে অংশটি ভুল হয়েছে তা উল্লেখ করে আমাদের জিমেল করুণ”
Gmail: [email protected]

5/5(3 votes)
Scroll to Top