[Question] বোবা কাহিনী কার লেখা?
(ক) | কবি ফররুখ আহমদ |
(খ) | কবি জসীমউদ্দীন |
(গ) | কবি বন্দে আলী মিয়া |
(ঘ) | কবি কাদের নেওয়াজ |
সংক্ষেপে ব্যাখ্যাঃ
এখানে বোবা কাহিনী, কবি জসীমউদ্দীন এর লেখা ৷ তার রচিত একমাত্র উপন্যাস বোবা কাহিনী(১৯৬৪) ৷
জসীমউদ্দীন রচিত ‘বোবা কাহিনী’ (১৯৬৪) উপন্যাসে মহাজনী শোষণের কারণে গ্রামের প্রান্তিক চাষি আজহারের ভূমিহীন হওয়া, শহরের সুবিধাবাদী উকিল ও ভণ্ড ধার্মিক কর্তৃক মেধাবী বছির নিগ্রহ ইত্যাদি বর্ণিত হয়েছে। উপন্যাসের কয়েকটি চরিত্র : বছির, আজহার, আরজান, রহিমুদ্দিন। উপন্যাসে কোন জটিলতা নেই ৷ নিছক সরল ও সাদামাটা একটি গল্প আছে উপন্যাসটিতে ৷
কবির অন্যান্য কাব্যগ্রন্থগুলোঃ নক্সীকাঁথার মাঠ (১৯২৯), সোজন বাদিয়ার ঘাট (১৯৩৪), মা যে জননী কান্দে (১৯৬৩) ইত্যাদি ৷৷
Also Read More:—