[Question] চৈতালী কাব্যগ্রন্থ কার লেখা?
(ক) | কাজী নজরুল ইসলাম |
(খ) | রবীন্দ্রনাথ ঠাকুর |
(গ) | মাইকেল মধুসূদন দত্ত |
(ঘ) | জীবনানন্দ দাস |
সংক্ষেপে ব্যাখ্যাঃ
এখানে “চৈতালী” কাব্য গ্রন্থটি, রবীন্দ্রনাথ ঠাকুর এর লেখা ৷
রবীন্দ্রনাথের সৃষ্টিভাণ্ডারে কাব্যগ্রন্থ ৫৬টি, গীতিপুস্তক ৪টি, ছোটগল্প ১১৯টি, উপন্যাস ১২টি, ভ্রমণ-কাহিনি ৯টি, নাটক ২৯টি, কাব্যনাট্য ১৯টি, চিঠিপত্রের বই ১৩টি, গানের সংখ্যা ২২৩২টি এবং অঙ্কিত চিত্রাবলি প্রায় দুহাজার।
রবীন্দ্রনাথ ঠাকুর অন্যান্য কাব্যগ্রন্থগুলোঃ
মানসী (১৮৯০), সোনার তরী (১৮৯৪), চিত্রা (১৮৯৬), চৈতালী (১৮৯৭), কল্পনা (১৯০০), ক্ষণিকা (১৯০০), গীতাঞ্জলি (১৯১০), বলাকা (১৯১৬), পূরবী (১৯২৫), পুনশ্চ (১৯৩২), পত্রপুট (১৯৩৬), সেঁজুতি (১৯৩৮), শেষলেখা (১৯৪১)।
Also Read More:—