পদ্মরাগ উপন্যাসটি কার লেখা? [MCQ]

[Question] পদ্মরাগ উপন্যাসটি কার লেখা?

(ক)সেলিনা হোসেন
(খ)সুফিয়া কামাল
(গ)রাজিয়া মাহবুব
(ঘ)বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন

উত্তরঃ (ঘ) বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন


সংক্ষেপে ব্যাখ্যাঃ

এখানে পদ্মরাগ” উপন্যাস বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এর লেখা ৷

‘পদ্মরাগ’ (১৯২৪) রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত উপন্যাস। আসলে একে উপন্যাস না বলে উপন্যাসোপম গদ্য- আখ্যায়িকা বলাই ভালো। কেননা উপন্যাসের গাঁথুনি এখানে নেই, শিল্প হিসেবেও অসফল। তবে ‘পদ্মরাগে’র মূল্য অন্যত্র। প্রথমত কোনো মুসলিম নারীর রচনা; দ্বিতীয়ত মুসলিম সমাজের অন্তঃস্থিত ক্লেদকে এমনভাবে প্রকাশ করা হয়েছে যা কোনো হিন্দু লেখকের পক্ষে সম্ভব ছিল না; তৃতীয়ত অসাম্প্রদায়িকতার উজ্জ্বল দৃষ্টান্ত আছে এ জন্যে।

লতিফ ও সিদ্দিকার প্রেমচিত্র আছে এখানে। ঈশান কম্পাউন্ডারের ‘তারিণীভবন’কে কেন্দ্র করে ‘পদ্মারাগে’ এবং হিন্দু-মুসলিম-ব্রাহ্ম-খ্রিষ্টান বলা হয়েছে যে, একই মাতৃগর্ভজাত। একটি চমৎকার গল্প আছে এ গ্রন্থের অবতারণা অংশে। এক মুসলিম ধর্মপিপাসু দরবেশের কাছে এলো শিক্ষা নিতে। দরবেশ তাকে নিজের হিন্দু গুরুর কাছে নিয়ে গেলেন। সেই হিন্দুগুরু আবার তাদের নিয়ে গেলেন নিজের মুসলিম গুরুর কাছে। এভাবে বোঝানো হলো প্রকৃত শিক্ষার মধ্যে সম্প্রদায়জ্ঞান থাকে না। জ্ঞানের আলোতে কূপমণ্ডুকতা দূর করতে হয়। ‘পদ্মরাগ’ উৎসর্গ করা হয় রোকেয়ার জ্যেষ্ঠভ্রাতা আবুল আসাদ ইব্রাহিমকে।

রিপোর্ট করুন

“আমরা(Priobd.com) সকল তথ্য সঠিক দেওয়ার জন্য সর্বদা চেষ্ঠা করেছি ৷ আপনার যদি মনে হয় এই আর্টিকেলে কোনো তথ্য ভুল হয়েছে, দয়া করে প্রশ্নসহ যে অংশটি ভুল হয়েছে তা উল্লেখ করে আমাদের জিমেল করুণ”
Gmail: [email protected]

5/5(3 votes)
Scroll to Top