সোনার তরী কবিতায় ‘ঢেউগুলো নিরুপায়’ কথাটির মধ্য দিয়ে মূলত কোন বিষয়টি বোঝানো হয়েছে? [MCQ]

[Question] সোনার তরী কবিতায় ‘ঢেউগুলো নিরুপায়’ কথাটির মধ্য দিয়ে মূলত কোন বিষয়টি বোঝানো হয়েছে?

(ক)খরস্রোতা নদীর উন্মত্ততা
(খ)বর্ষা প্রকৃতির রুদ্র রূপ
(গ)শিল্পদ্রষ্টার অপূর্ণতা
(ঘ)কাল আপন গতিতে বহমান

উত্তরঃ (ঘ) কাল আপন গতিতে বহমান


সংক্ষেপে ব্যাখ্যাঃ

সোনার তরী কবিতায় ‘ঢেউগুলো নিরুপায়’ কথাটির মধ্য দিয়ে মূলত কাল আপন গতিতে বহমান বিষয়টি বোঝানো হয়েছে ৷

আরও পড়ুনঃ

5/5(4 votes)
Scroll to Top