[Question] সোনার তরী কবিতায় ‘ওগো তুমি কোথা যাও কোন বিদেশে’- এখানে ‘বিদেশ’ বলতে কী বোঝানো হয়েছে?
(ক) | অপরিচিত স্থানে |
(খ) | দেশের বাইরে |
(গ) | পাশ্চাত্য দেশে |
(ঘ) | গ্রামের বাড়িতে |
সংক্ষেপে ব্যাখ্যাঃ
সোনার তরী কবিতায় ‘ওগো, তুমি কোথা যাও কোন বিদেশে’- এখানে ‘বিদেশ’ বলতে অপরিচিত স্থান বোঝানো হয়েছে ৷
আরও পড়ুনঃ