ব্যক্তিজীবন কদরহীন – এ উপলব্বির ইঙ্গিত ‘সোনার তরী’ কবিতার কোন চরণে রয়েছে? [MCQ]

[Question] ব্যক্তিজীবন কদরহীন – এ উপলব্বির ইঙ্গিত ‘সোনার তরী’ কবিতার কোন চরণে রয়েছে?

(ক)সকলি দিলাম তুলে /থরে বিথরে
(খ)শূন্য নদীর তীরে/রহিনু পড়ে
(গ)এ পারেতে ছোট খেত, আমি একেলা
(ঘ)শুধু তুমি নিয়ে যাও/ক্ষণিক হেসে

উত্তরঃ (খ) শূন্য নদীর তীরে/রহিনু পড়ে


সংক্ষেপে ব্যাখ্যাঃ

ব্যক্তিজীবন কদরহীন – এ উপলব্বির ইঙ্গিত ‘সোনার তরী’ কবিতার “শূন্য নদীর তীরে/রহিনু পড়ে” এই চরণে রয়েছে ৷

আরও পড়ুনঃ

5/5(3 votes)
Scroll to Top