‘সোনার তরী’ কবিতার মূলভাব ফুটে উঠেছে কোন চরণে? [MCQ]

[Question] ‘সোনার তরী’ কবিতার মূলভাব ফুটে উঠেছে কোন চরণে?

(ক)আমি তো মরে যাবো, চলে যাবো, রেখে যাবো সবই।
(খ)আমার যাবার সময় হলো দাও বিদায়।
(গ)আমায় ডেকো না, ফেরানো যাবে না
(ঘ)যেতে নাহি দিব, হায়, তবু যেতে দিতে হয়।

উত্তরঃ (ক) আমি তো মরে যাবো, চলে যাবো, রেখে যাবো সবই।


সংক্ষেপে ব্যাখ্যাঃ

‘সোনার তরী’ কবিতার মূলভাব ফুটে উঠেছে “আমি তো মরে যাবো, চলে যাবো, রেখে যাবো সবই” এই চরণে ৷

আরও পড়ুনঃ

5/5(3 votes)
Scroll to Top