[Question] কালের যাত্রা নাটকটি কাকে উৎসর্গ করেন?
(ক) | লোকেন্দ্রনাথ পালিত |
(খ) | সুভাষ চন্দ্র বসু |
(গ) | শরৎচন্দ্র চট্টোপাধ্যায় |
(ঘ) | কাজী নজরুল ইসলাম |
সংক্ষেপে ব্যাখ্যাঃ
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ‘কালের যাত্রা’ নাকটটি নিম্নের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করেন ৷
- রুদ্রচন্ড নাটক রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরকে ৷
- মায়ার খেলা নাটক রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন সরলা রায়কে ৷
- কালের যাত্রা নাটক রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে তার জন্মদিনে ৷
- তাসের দেশ নাটক রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন সুভাষচন্দ্র বসুকে।
- বিসর্জন নাটক রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন সুরেন্দ্রনাথ ঠাকুরকে (সত্যেন্দ্রনাথ ঠাকুরের পুত্র) ৷
- চিত্রাঙ্গদা (নৃত্যনাট্য) রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরকে ৷
- রাজা ও রানী নাটক রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুরকে (রবীন্দ্রনাথের বড় দাদা) ৷
- ফাল্গুনী নাটক রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন দিনেন্দ্রনাথ ঠাকুরকে (রবীন্দ্রনাথের বড় দাদা দ্বিজেন্দ্রনাথ-এর নাতি)
- বসন্ত নাটক রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন নজরুল ইসলামকে ৷
- গোড়ায় গলদ নাটক রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন প্রিয়নাথ সেনকে (রবীন্দ্রনাথের অন্তরঙ্গ বন্ধু) ৷
- অচলায়তন নাটক রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন ঐতিহাসিক যদুনাথ সরকারকে ৷
আরও পড়ুনঃ